হামলার প্রতিবাদে সীতাকুণ্ডে শিক্ষকদের মানববন্ধন

সীতাকুণ্ডের বার আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাসিম উদ্দিনের উপর বর্বর হামলার প্রতিবাদে এবং আসামীকে গ্রেফতারের দাবিতে মানবন্ধন পালন করেছে সীতাকুণ্ডের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইসমত আরা সুলতানা সুরাইয়া বাকের, সাধারণ সম্পাদক দীপক কান্তি ভট্টাচার্য্য, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু বকর, মাদ্রাসা শিক্ষক সমিতির সম্পাদক অধ্যক্ষ নুরুল কবির, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী কমিটির সভাপতি নাছির উদ্দিন ভুইয়া, সেক্রেটারী বেলাল হোসেন, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর ভুঁইয়া, সম্পাদক আলী আকবর, শিক্ষক ইকবাল হোসেন, গাজী হুমায়ুন কবির, এস, এম গোলাম খালেক, সাংবাদিক সেকান্দর, নুর।নেওয়াজ, নুরুল আমিন প্রমুখ।