অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

প্রাণভিক্ষার জন্য ৭ দিন সময় পাবে মুফতি হান্নান, তবে…

0
.

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীর মৃত্যুদণ্ডের রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয়েছে। এখন তিনি রাষ্টৃপতির কাছে প্রাণভিক্ষার জন্য ৭ কর্মদিবস সময় পাবেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তবে এই ৭দিন সময়ের গণনা শুরু হয়েছে গত বুধবার থেকে।

 আজ ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে কাশিমপুর কারাগারে ৪৯তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ ও শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’-এই ভিশনকে সামনে রেখে ৬ মাস মেয়াদি এই প্রশিক্ষণ কোর্সে ৩০৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা ও সেবা) ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী তার বক্তব্যে কারাগার ও বন্দিদের উন্নয়নে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

এ সময় তার সাথে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোঃ ইকবাল হাসান, প্রশিক্ষক ডিআইজি প্রিজন মোঃ বজলুর রশীদ, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুলাইমানসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা কুচকাওয়াজ ও নানা শারীরিক কসরতে অংশ নেন।