অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

0
.

চট্টগ্রাম ও আশপাশের জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।  তবে এতে কোনো হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ এপ্রিল) রাত রাত ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। মাত্রা অনুযায়ী এটি একটু মৃদু ভূমিকম্প।

ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকেনো ডিসকাভারির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১০টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।  ভূমিকম্পটি বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে উৎপত্তি।

মৃদু ভূমিকম্পটির অবস্থান ছিল ভারত সীমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্র ছিলো ১০ কিলোমিটার গভীরে।