অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মহাসড়কের সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালত,৮০ ব্যাটারী ও ৩৫ রিক্সা জব্দ

2
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পৃথক তিনটি স্হানে দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালাত হয়েছে। অভিযানে ২০টি লেগুনা, ৮ টি নসিমন, ৩৫ টি মোটর চালিত রিক্সা এবং ১২ ভোল্টের ৮০ টি ব্যাটারী জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল থেকে উপজেলার সীতাকুণ্ড, বাড়বকুণ্ড এবং শুকলাল হাটে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইঁয়া এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
.

এছাড়া ভূয়া লাইন্সেস রাখার দায়ে একজনকে ১ হাজার টাকা এবং আইন অমান্য করায় একজন চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন ভূঁইয়া বলেন,রাস্তায় চলাচল করা বেশিরভাগ গাড়ি চালকের কোন লাইন্সেস নেই। নেই কোন অভিজ্ঞতা। ছোট যানগুলো বড় গাড়ির সাথে পাল্লা দিতে গিয়ে নিয়মিত দূর্ঘটনা ঘটছে। এছাড়া মোটর চালিত রিক্সার ব্যাটারীগুলো চার্জ দিতে গিয়ে শর্ট সার্কেট থেকে অগ্নিকান্ডের ঘটনাও ঘটছে। কিছুদিন আগে ভাটিয়ারী এলাকায় রিক্সার ব্যাটারী চার্জ দেওয়ার সময় গভীর রাতে শর্ট-সার্কেট থেকে আগুন লেগে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। আমাদের এই ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত চলবে।
২ মন্তব্য
  1. Alim Uddin বলেছেন

    আজকে তো তাহলে পুলিশের ঈদ হয়ে গেল।

  2. RJ Raaj বলেছেন

    je vabe hook. jonogoner kas theke taka hatea nity hoby.