অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ১২ দোকান উচ্ছেদ, ২৫ টিকে ৪৮ হাজার টাকা জরিমানা

0
নগরীর হালিশহর জি-ব্লক এলাকায় উচ্ছেদ অভিযান।

চট্টগ্রাম মহানগরীর হালিশহর ও ডবলমুরিং থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ট্রেড লাইসেন্স না থাকায় ২৫ দোকানকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমান আদালত। একই অভিযানে ১২টি অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে চসিকের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুথিকা সরকারের নেতৃত্বে ডবলমুরিং থানাধীন চৌমুহনী কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে ট্রেড লাইসেন্স না থাকায় ১৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সিটি ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিনের নেতৃত্বে হালিশহর থানাধীন বড়পুল এলাকার পিসি রোডের উভয় পাশে অবৈধভাবে ফুটপাত ও নালার উপর বসা ১২টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। এসময় ট্রেড লাইসেন্স না থাকায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।