অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

0
.

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসগারে অবস্থান করছে।

এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকায় বুধবার থেকে থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।

এদিকে উপকূলীয় এলাকায় দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দর সমূহকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি মো: দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সকল ৃআমাদের এলার সকল ৃমাছধরা ট্রলার সমুহ নিরাপদে আশ্রয় নেয়ার জন্য আসতে শুরু করেছে।