অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৩০ জানুয়ারি চট্টগ্রামে আন্তর্জাতিক কেরাত সম্মেলন

0
.

তা’লীমুল কুরআন কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় আগামী ৩০ জানুয়ারি’ ১৭ সোমবার সকাল ৮টা হতে দিনব্যাপী আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও প্রতিযোগিতা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আনুষ্ঠিত হবে।

সেগুনবাগান তা’লীমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান ও চিটাগাং প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের তত্ত্বাবধানে উক্ত কেরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনওয়ার হোসাইন তারিহ জাবিরী আল-মাদানী।

তিলওয়াত পেশ করবেন মিসর, মরক্কো, ব্রুনাই, মালয়েশিয়া, ইরান ও ভারতসহ দেশ-বিদেশের আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন সম্মানিত ক্বারীগণ।

সম্মেলনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টা থেকে বাদে যোহর পর্যন্ত কওমি-আলিয়া মাদরাসা ও স্কুল পড়ুয়া ছাত্রদের কুরআন তিলাওয়াত। এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম এর পরিচালক আলহাজ্ব আবুল হায়াত মুহাম্মদ তারেক।

বাদে যোহর থেকে আছর পর্যন্ত বিভিন্ন মাদরাসার নির্বাচিত (শিক্ষক) ক্বারীদের তিলাওয়াত এতে সভাপতিত্ব করবেন শাহী জামে মসজিদের জুমার খুৎবার বাংলা অনুবাদক মাওলানা জয়নুল আবেদীন।

বাদে আছর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আন্তর্জাতিক মানের বাংলাদেশি ক্বারীদের তিলাওয়াত এতে সভাপতিত্ব করবেন তা’লীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম এর উপদেষ্টা আলহাজ্ব মাওলানা হাকীম এম.এ.তাহের আরবী।

উল্লেখ্য মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলে পর্দাসহকারে তিলাওয়াত শোনার ব্যবস্থা থাকবে শাহী জামে মসজিদের পার্শ্ববর্তী এম.ই.এস উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।

এতে সার্বিক সহযোগিতায় রয়েছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদ, ইন্টারন্যাশনাল কুরআন রিসাইটিং এসোসিয়েশন (ইক্বরা), চিটাগাং প্রাইভেট মাদরাসা এসোশিয়েশন, ইমাম ও খতিব ফাউন্ডেশন, চট্টগ্রাম, তানযীমুল কুররা বাংলাদেশ, আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল সংস্থার সম্মানিত আজীবন সদস্যবৃন্দ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, দৈনিক পূর্বদেশ পরিবার, চট্টগ্রাম, এ.কে.খান শিল্পগোষ্ঠী, চট্টগ্রাম, পুষ্টি, টি.কে.গ্র“প, চট্টগ্রাম, তাহসীনুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ, বার আউলিয়া আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতি, চট্টগ্রাম।

এছাড়াও চট্টগ্রাম বিভাগের অন্যান্য ক্বেরাত মাহফিল বাঁশখালী নাপোড়া আম্বিয়া খাতুন মহিলা ক্যাডেট দাখিল মাদরাসা ময়দানে আগামী ৩১ জানুয়ারি, ফটিকছড়ি বিবিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আগামী ১ ফেব্রুয়ারী, কক্সবাজার সমুদ্র সৈকত আগামী ২ ফেব্রুয়ারী, ফেনী ঐতিহাসিক মিজান ময়দানে আগামী ৩ ফেব্রুয়ারী আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য সেগুনবাগান তা’লীমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব সাহেব সকলকে অনুরোধ জানিয়েছেন।