অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাহজালাল বিমান বন্দরে কোটি টাকার মোবাইল জব্দ

1
.

শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে আইফোনসহ প্রায় ১ কোটি টাকার বিভিন্ন ব্রান্ডের মোট ৩২৫ পিস মোবাইল সেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ।

রবিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় চীন থেকে আসা যাত্রী মোহাম্মাদ মাজহারুল ইসলাম রোমানের কাছ থেকে এ মোবাইল সেটগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মইনুল খান ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে (ফ্লাইট নং সিজেড ৩৯১) বেলা ১১টায় মাজহারুল শাহজালালে অবতরণ করেন। এসময় দুটি লাগেজে ১৬টি কালো পলিথিনে মোড়ানো এসব মোবাইল জব্দ করা হয়।

আটক ফোনের তালিকা:
আসুস – ৩০টি
কার্বন- ৮২টি
হুয়াই- ১৬৩টি
ফ্যান্টম (রিভু) – ১০টি
সনি এক্সপেরিয়া – ৩০টি
আইফোন সিক্সপ্লাস-১০টি

ড. মইনুল আরও বলেন, ‘যাত্রী মোহাম্মাদ মাজহারুল ইসলাম রোমান কাস্টমস হলের দুই নং বেল্ট হতে লাগেজ সংগ্রহ করে কোন ধরনের ঘোষণা ও শুল্ককর পরিশোধ ব্যতিরেকে গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। এ সময় তাকে চ্যালেঞ্জ করে কাস্টমস হলে নিয়ে আসা হয় এবং তার লাগেজ কাউন্টারে এনে তল্লাশি করে মোবাইলগুলো জব্দ করা হয়।

আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে গতকাল শনিবার (২১ জানুয়ারি) অভিযান চালিয়ে শাহজালাল থেকে ১৪ হাজার ৯০০টি নকল মোবাইল সেট জব্দ করে শুল্ক গোয়েন্দা পুলিশ।

১ টি মন্তব্য
  1. মোঃ ইকবাল হোসাইন বলেছেন

    আইকা নপাইর,,,,