অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

উন্নয়নের গণতন্ত্রের নামে চলছে লুটতন্ত্র- মীর নাছির

0

বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা বিএনপি বিএনপি ও অঙ্গ সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার নাসিমন ভবনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা, শহীদ জিয়ার বর্ণাঢ্য জীবনের উপর আলোচিত্র প্রদর্শনী, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সমগ্রী বিতরণ সহ নানা কর্মসূচি রনয়া হয়।

.

উন্নয়নের গণতন্ত্রের নামে লুটতন্ত্র চলছে – মীর নাছির:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, জিয়াউর রহমান একটি নাম, একটি আদর্শ, একটি প্রতিষ্ঠান, শহীদ জিয়া মানেই বাংলাদেশ। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম চালু করেছিলেন। আওয়ামীলীগ শহীদ জিয়াকে যেমন ভয় পায় তেমনি তারেক রহমানকেও ভয় পায়। শহীদ জিয়া তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত অর্থনীতির দেশ বাংলাদেশের মানুষকে নতুন করে শুধু বাঁচার নয়, সম্মানের সাথে বাচার স্বপ্নে উজ্জ্বীবিত করেছিলেন। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ঘোষণার মতোই অসীম সাহসীকতায় ৭৫’র ৭ নভেম্বর পরবর্তী জীবন বাজি রেখে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। উৎপাদন ও উন্নয়নের ক্ষেত্রে নতুন যুগের পূর্ণতা ঘটে। বিধ্বস্ত বাংলাদেশের ভিকারী হাত হয়ে উঠে কর্মীর হাতিয়ার, পাল্টে যেতে থাকে দেশের চেহেরা ও দৃশ্যপট।
তিনি বৃহস্পতিবার বিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১তম জন্ম বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি বলেন, সংসদ চালু রেখে নির্বাচন হলে আওয়ামীলীগ আরেকটা প্রহসন মঞ্চস্থ করবে। পরাশক্তি ক্ষমতায় চিরদিন ধরিয়ে রাখতে পারবে না। উন্নয়নের গণতন্ত্রের নামে চলছে লুটতন্ত্র, আওয়ামীলীগ জনগণকে ভয় পায়। দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা নেই। মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র এবং গণতান্ত্রিক অধিকার হরণ করছে। অবিলম্বে নির্বাচনকালীন সরকার গঠন করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহেদুল করিম কচি, বিএনপি নেতা এম এ আজিজ, মোহাম্মদ আলী, এস.এম.সাইফুল আলম, শেখ নুরুল্লাহ বাহার, হারুন জামান, আশরাফ চৌধুরী, এসকান্দর মির্জা, মোঃ সামশুল আলম, আর.ইউ. চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, জি.এম. আইয়ুব খান, ফাতেমা বাদশা, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মোঃ সালাহ উদ্দিন, মোঃ মহসিন, শিহাব উদ্দিন মোবিন, কামরুল ইসলাম, গাজী মোঃ সিরাজ উল্লাহ, জেলী চৌধুরী, বেলায়েত হোসেন বুলু, এইচ.এম. রাশেদ খান, বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, হাজী নবাব খান, মঞ্জুরুল আলম মঞ্জু, মঞ্জুর রহমান চৌধুরী, মোঃ সেকান্দর, জাহেদুল হাসান, হাজী হানিফ সওদাগর, হাজী মোঃ তৈয়্যব, আলাউদ্দিন আলী নুর, এস.এম. জি আকবর, মোঃ সামশুল আলম, হাজী মোঃ মহসিন, হাজী মোঃ বেলাল হোসেন, জামাল উদ্দিন জসিম, মশিউল আলম স্বপন, মোঃ জাহাঙ্গীর আলম, এস.এম. ফরিদুল আলম, হাবিবুর রহমান চৌধুরী, তৌহিদুস সালাম নিশাদ, সালাউদ্দিন লাতু প্রমুখ।

.

উত্তর জেলা বিএনপি (আসলাম গ্রুপ):
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী পালন করেছে উত্তর জেলা বিএনপি। এ উপলক্ষে বৃহস্পতিবার নাসিমন ভবনে মিলাদমাহফিল ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইসহাক কাদের চৌধুরী। সভায় মোনাজাত পরিচালনা করেন উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম হেলালী। সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সভাপতি এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ¦ সালাউদ্দিন ,চাকসু ভিপি মো.নাজিম উদ্দিন, এডভোকেট আবু তাহের, আবদুল আওয়াল চৌধুরী, ডা.খুরশিদ জামিল, সেলিম চেয়ারম্যান, সৈয়দ নাছির উদ্দিন, সরওয়ার সেলিম, জামসিদুর রহমান, মোস্তফা কামাল, মোহাম্মদ ছিদ্দিক, কামাল উদ্দিন, অধ্যাপক আতিকুল ইসলাম, কাজী মো.মুছা, নবাব মিয়া চেয়ারম্যান, শফিউল আলম চৌধুরী, এস এম ফারুক, ফোরকান উদ্দিন রেজভী, কে আলম, বদিউল আলম বদরু, মো.আইয়ূব, আবদুল্লাহ আল নোমান, মনিরুজ্জামান রুবেল, জয়নাল আবেদিন, এজাহার মিয়া, ইরফানুল হাসান রকি, মো.হাশেম, ফজলুল করিম, মো.সালাউদ্দিন,আলেয়া আক্তার, মো.সোহেল, আবদুল্লাহ আজাদ, জয়নুল আবেদিন মনজু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করা শিশু জিয়া একদিন দেশের ত্রাণকর্তা হয়ে উঠেন। জিয়ার হাত ধরে বাংলার জনগণ পায় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র। এক সময় জিয়ার দর্শন ও দেশ পরিচালনার কৌশল সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠে। অনেক রাষ্ট্রপ্রধান গুরুদ্বপূর্ণ বিষয়ে সমাধানের জন্য জিয়ার াছে ছুটে আসতেন। কালক্রমে জিয়াউর রহমান হয়ে উঠেন বিশ্বনেতা।

.

উত্তর জেলা বিএনপি (গিকা গ্রুপ):
সার্কের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব, রাউজান পৌরসভার সাবেক মেয়র কাজী আবদুল্লাহ আল হাসানের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা বিএনপি’র আহ্বায়ক সরওয়ার আলমগীর, রাঙ্গুনীয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক লায়ন শওকত আলী নূর, জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, ফিরোজ আহমেদ, শফিউজ্জামান, মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনুদ্দিন মাহমুুদ, গোলাম মাওলানা, নিজাম উদ্দিন তপন, রফিক, এস. এম ইউসুফ, জামাল উদ্দিন, আজমত আলী বাহাদুর, কামাল মেম্বার, বদিউল আলম বদি, দিদারুল আলম, আমান উল্লাহ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু, মাস্টার আলাউদ্দিন বিএসসি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাবের সুলতান কাজল, জেলা যুবদল নেতা মোজাম্মেল হক, পাশা সুজন, হাসান তালুকদার, ইকবাল চৌধুরী, মো. আওরঙ্গজেব খান সম্রাট, সেলিম উদ্দিন, জানে আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়হানুল আনোয়ার রাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক একরামুল হক, শাহজাহান সাহিল, রেওয়াজ, সাজ্জাদ, জেলা ছাত্রদল নেতা শাহাদাত মির্জা, সাইফুল আজম অপু, নিজাম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম, সেকান্দর, জামাল উদ্দিন, রিমন, ইঞ্জিনিয়ার জাহেদ, জাহেদ, গিয়াস উদ্দিন, মিশাল, জাহেদ, সোহেল, মফিজ, রুবেল, কাইয়ূম, মনিরুল ইসলাম, বিপুল খান, নজরুল ইসলাম, জাবের টিপু, আশরাফ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে বাংলাদেশের বুকে উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। একটি তলাবিহীন ঝুড়ির ন্যায় বাংলাদেশকে অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন সাধন করেছিলেন।

.

দক্ষিণ জেলা বিএনপি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর নিউ মার্কেট সংলগ্ন দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমানের জন্মে স্বার্থক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আগামি দিনে স্বৈরচারী সরকারের বাকশালী শেকল থেকে গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলনে সকল নেতাকর্মীকে ঐক্যবন্ধ হয়ে রাজপথের আন্দোলনে শরীক হতে হবে। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক এনাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, দক্ষিণ জেলা বিএনপি নেতা আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর তালুকদার টিপু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা যুবদল নেতা হামিদুর রহমান পেয়ারু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শহিদুল আলম শহীদ, ওবাইদুল হক রিকু, এম হান্নান রহিম, শাহজাহান হোসেন, মো. ইউসুফ শাহ্, নাজিম উদ্দিন, মোঃ নোমানুল হক, নেজাম উদ্দিন সোহান, ইমরান এমি, আহমদ নূর প্রমূখ।