অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খানের জানাজা শেষে দাফন সম্পন্ন

0
.

জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খান  শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়ান্নাহ ইলাহি রাজিউন)।

শুক্রবার আজ বাদ আসর নগরীর খুলশী ঝাউতলা বাজারস্থ ডিজেল কলোনী মসজিদ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। অশ্রুকাতর চোখে জানাজায় অংশ নেন সর্বস্তরের শ্রমিকজনতা। শ্রমিকরা তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে দূরদূরান্ত থেকে ছুটে আসে জানাযাস্থলে।

জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মাদ শাহাজাহান।

মুসল্লিদের সমবেত হওয়াকালীন জানাজা-পূর্ব সময়ে বক্তব্য রাখেন নগর আমীর মুহাম্মাদ শাহাজাহান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোঃ তসলিম, বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান ও মরহুমের মেঝ ছেলে মুহাম্মদ আবু সৈয়দ।

জানাজা-পূর্ব সমাবেশে অশ্রসিক্ত নয়নে মুহাম্মাদ শাহজাহান বলেন, আমাদের নেতা ও আমাদের ভাই আবু তাহের খান ছিলেন সংগ্রামী মানুষ। জীবনের শুরু থেকে শেষাবধি তার জীবন ছিল কর্মমুখর। তিনি যেমন এই দেশের স্বাধীনতা সংগ্রামে জীবনবাজি রেখেছিলেন, ঠিক তেমনি এই দেশকে একটি ইনসাফপূর্ণ সমৃদ্ধ জনপদে পরিণত করতে তিনি আজীবন কাজ করেছেন। শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে তিনি ছিলেন একনিষ্ঠ দায়িত্বশীল।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোঃ তসলিম বলেন, আমাদের ভাই আবু তাহের খান আজ চলে গেলেন আল্লাহর ডাকে। কিন্তু তিনি আমাদের প্রেরণার বাতিঘর হয়ে থাকবেন। তিনি তার হাতে গড়া জনশক্তির মাঝে বেঁচে থাকবেন। তার দাওয়াত ও তারবিয়াতে গড়ে ওঠা মানুষদের আমল ও আল্লাহর দ্বীনের পথে তৎপরতা মরহুমের জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

মুক্তিযোদ্ধা সিরু বাঙালি বলেন, আবু তাহের খান ছিলেন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। আমার ইউনিটে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, তার হাতে এখনো বুলেটের আঘাতের চিহ্ন আছে। দেশের স্বাধীনতা যুদ্ধে তার অংশগ্রহণ ছিল বলিষ্ঠ। তার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তার দেশপ্রেম ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতি দিতে আমার দ্বিধা নেই।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, মরহুম আবু তাহের খান ছিলেন আমাদের অভিভাবক। তার বিদায়ে আমরা অভিভাবকহারা হয়ে পড়লাম। তার চিরবিদায় আমাদের জন্য বিরাট বেদনার। আমাদের মুরব্বি ও নেতা আবু তাহের খানের জন্য আমরা এখন কেবল দুটি কাজই করতে পারি- এক. তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করতে পারি। দুই. তিনি যে আন্দোলন ও সংগঠনের জন্য সারা জীবন কাজ করেছেন, আমরাও তার দেখানো পথে তার রেখে যাওয়া মিশনকে এগিয়ে নিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ, আমরা দুটি কাজই অব্যাহতভাবে করে যাব।

জানাজায় শ্রমিকজনতার পাশাপাশি জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জানাজায় যোগ দিয়ে শোক প্রকাশ করেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা ও শ্রমিক নেতারা। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক জাফর সাদেক, উত্তর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কোতোয়ালি থানা উত্তর আমির আমির হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাবেক সহ-সভাপতি ডা. আবদুল ওয়াছি, মহানগরীর সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ আবু তাহের, জামায়াতের কোতোয়ালী থানা দক্ষিণের আমির আকম ফরিদ, বিআরইলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবিএম এহতেশাম উদ্দিন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন সিকদার, উত্তর জেলা শ্রমিক কল্যাণের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আযাদ, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা নুর হোসাইন, সেক্রেটারি আরিফুর রশিদ, ইসলামিক ল’ ইয়ার্স কাউন্সিল সেক্রেটারি শামসুল আলম, চট্টগ্রাম বন্দর শ্রমিকনেতা কাজী জাহাঙ্গীর হোসাইন, শ্রমিকনেতা মনিরুল ইসলাম মজুমদার, শিক্ষাবিদ মাওলানা মমতাজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, আজ বাদ এশা মরহুম আবু তাহের খানের নিজ গ্রামের বাড়ি পটিয়া উপজেলার আশিয়াতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি