অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইউএসটিসির প্রশাসনিক ভবনে তালা দিয়ে সড়ক অবরোধ

0
.

চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) শিক্ষার্থীরা ফের জাকির হেসেন সড়ক একঘন্টা অবরোধ করে রাখে । আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর খুলশী থানাধীন ফয়েজ লেক এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।  এসময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এর আগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে ইউএসটিসি মূল ফটক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলে ইউএসটিসি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

.

এমবিবিএস শ্রেণির ২৫, ২৬ ও ২৭ তম ব্যাচের শিক্ষার্থীরা দাবি আদায়ে এ কর্মসূচি চালিয়ে আসছে। এমবিবিএস শ্রেণির তিনটি ব্যাচের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজ এখনও সম্পন্ন না করায় আন্দোলন করছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানান, ছাত্ররা রাস্তা অবরোধ করেছিল। পুলিশ গিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি একই ইস্যুতে সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা।