অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে দুই প্রতারক কবিরাজকে কারাদন্ড

0

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

.

চট্টগ্রামের বোয়ালখালীতে দুই প্রতারক কবিরাজকে একবছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ১৬ জানুয়ারি সোমবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি।

তিনি জানান, নাটোর জেলার সিংড়া উপজেলার পারসিংড়া গ্রামের গোলাম রসূল এর ছেলে আবুল কাশেম (৩৬) ও একই গ্রামের সাবেদ আলী এর ছেলে আলাউদ্দিন(৬২)কে বাংলাদেশ ইউনানী এবং আয়ুর্বেদীকক প্র্যাকটিশনার অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।

.

এসময় তাদের কাছ থেকে জব্দকৃত অনুমোদন বিহীন প্রায় ৫০হাজার টাকার ইউনানী ঔষধ ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়।

.

উপজেলার পশ্চিম শাকপুরার প্রবাসী সাইফুর রহমানের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সাইফুর জানান, আমার বোনের প্রতিবন্ধী ছেলে ইমন (৮)কে ভালো করে দেয়ার শর্তে ১০ হাজার টাকার চেক দিয়েছিলাম তাদের। পরে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি ওরা ভন্ড।