অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাবি হলের সামনে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত, ৫ ট্রাকে আগুন

0
.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় মাহবুব হাবিব হিমেল নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় ভবন নির্মাণ হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট মালামাল আনা-নেওয়ার জন্য কয়েকটি ট্রাক কাজ করছে। এর মধ্যে একটি ট্রাকের নিচে চাপা পড়ে হিমেল মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের (২০১৭-২০১৮) শিক্ষার্থী। এছাড়া তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, হিমেলসহ তিনজন একটি মোটরসাইকেলে করে হলে ফিরছিলেন। এ সময় নির্মাণসামগ্রী নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। হবিবুর রহমান হলের সামনে ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে হিমেল ট্রাকের নিচে পড়ে যান। এ সময় তার উপর দিয়ে ট্রাকের একটি চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলটির অপর দুজন আহত হয়েছেন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ট্রাকসহ পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে সরে গিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এদিকে, ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ৫টি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীরা আরও বিক্ষুদ্ধ হয়ে ওঠে। পরে অবস্থা বেগতিক দেখে প্রক্টর সেখান থেকে পালিয়ে যান।