অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডেঙ্গু জ্বরে জবি শিক্ষার্থীর মৃত্যু

0
আল-আমিন লেবু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আল-আমিন লেবু মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে মিরপুরে নিজ বাসায় (মেসে) তিনি মারা যান। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানায়।

বিষয়টি নিশ্চিত করে আল-আমিনের সহপাঠী বাংলা বিভাগের শিক্ষার্থীরা জানান, কয়েক দিন ধরে সে প্রচণ্ড জ্বরে ভুগছে। একইসঙ্গে ঠাণ্ডা ও কাশি ছিল। ভোরে তার অবস্থা খারাপের দিকে গেলে রুমের অন্যরা তাকে পার্শ্ববর্তী ডা. আজমল হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু হাসপাতালে যাওয়ার পূর্বেই তিনি মারা যান। মৃত্যুর পর টেস্ট করে জানা যায় তার ডেঙ্গু হয়েছিল।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, বাংলা বিভাগের একজন শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিল সে। কিছুক্ষণ পর আল-আমিনের লাশ নিয়ে তার পরিবার বগুড়ার উদ্দেশ্য রওনা দেবে। বিশ্ববিদ্যালয় থেকেই লাশ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।