অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মিরসরাইয়ে করোনায় দুই ভারতীয় নাগরিকের মৃত্যু!

0
ফাইল ছবি।

চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে এক সপ্তাহের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আর কয়েকজন।

গতকাল রবিবার বিকেল ৪টার দিকে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন (৪৫) নামের একজন ভারতীয় নাগরিক মারা যান।

বর্তমানে তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রয়েছে। লাশ দেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে। আবুল হোসেনের পাসপোর্ট নম্বর ২৭৭৪১৪৫। গত ২৩ জুলাই তিনি করোনা আক্রান্ত হয়ে ডেল্টা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার দুই ভারতীয় নাগরিক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আজ সোমবার চট্টগ্রামের ডেলটা হাসপাতালের ম্যানেজার কামরুল হাসান বলেন, করোনা আক্রান্ত হয়ে মো. আবুল হোসেন নামে এক ভারতীয় নাগরিক মারা গেছেন। বর্তমানে তার মরদেহ চমেক হাসপাতাল মর্গে রয়েছে।

এর আগে২ আগস্ট সোমবার করোনা আক্রান্ত হয়ে আরও এক ভারতীয় নাগরিক মারা যান বলে খবর পাওয়া গেছে। তবে তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার জিটুজি সমঝোতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে গড়ে তোলা হচ্ছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল। ভারত সরকারের অংশীদার হিসেবে আদানি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আদানি পোর্টস অ্যান্ড এসইজেডস অঞ্চলটি উন্নয়নের কাজ করছে।

করোনায় মারা যাওয়া ও আক্রান্তদের সকলেই আদানি গ্রুপের প্রতিষ্ঠানটিতে কাজ করছিলেন। তারা মূলত সাগর থেকে বালি উত্তোলনকাজে নিয়োজিত কর্মী।

এ বিষয়ে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি বলেন, রবিবার একজন ভারতীয় মারা গেছেন বলে শুনেছি। তবে তিনি করোনা উপসর্গ নিয়ে, নাকি করোনায় মারা গেছেন এটি নিশ্চিত নই। কয়েকদিন আগেও ওই এলাকায় আরও একজন ভারতীয় নাগরিক করোনায় মারা গেছেন বলে শুনেছি।