অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ৭ দোকান উচ্ছেদ তিনটিকে জরিমানা

0
dscf4660
নগরীর কর্ণেল হাট এলাকায় খাল দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নির্মিত ৭টি বিভিন্ন দোকান উচ্ছেদ করেছে চসিক ম্যাজিষ্ট্রেট।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিকের) উদ্যোগে নগরীর আকবর শাহ থানাধীন কর্ণেলহাট এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। খাল দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নির্মিত ৭টি বিভিন্ন দোকান উচ্ছেদ এবং তিন দোকান কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সিটি ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এর নেতৃতে এ অভিযান পরিচালনা হয়।

এছাড়াও কর্ণেলহাট সিটি কর্পোরেশন মার্কেটের ভিতরে চলাচলের পথে দোকানের পণ্যসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে দোকান মালিক মনোরঞ্জন দাশকে ২ হাজার টাকা, মো. ইসমাইলকে ২ হাজার টাকা ও মোহাম্মদ মুরাদকে ১ হাজার টাকা সহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।