অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শফি হত্যা মামলা: বাবুনগরীসহ ৪৩ জনের বিরুদ্ধে আদালতে পিবিআই’র প্রতিবেদন

0
.

হেফাজতে ইসলামের প্রয়াত আমীর আল্লামা আহমদ শফীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় হেফাজতে ইসলামের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ নেতার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ বুধবার বিকেলে এ সংক্রান্ত তদন্তের প্রতিবেদন চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেয়া হয়েছে বলে পিবিআই সুত্রে জানা গেছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ব্যুরো চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজমুল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, হেফাজতের প্রয়াত আমির আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর হেফাজতের বর্তমান কমিটির আমির জুনায়েদ বাবুনগরীসহ ৩৬ জনের বিরুদ্ধে চট্টগ্রামের  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হত্যা মামলা দায়ের করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন।

আদালত সে মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।