অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনা টেষ্ট নিয়ে প্রতারণা: সাহাবুদ্দিন মেডিকেল সিলগালা

0
.

করোনাভাইরাস পরীক্ষার অনুমোদন না থাকলেও করা হচ্ছিলো টেস্ট। আবার পরীক্ষা না করেই দেওয়া হচ্ছিলো ফলাফল। এসব অনিয়মের অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সিলগালা করছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, হাসপাতালটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে তাদের করোনা টেস্টের সরকারি কোনো অনুমোদন ছিল না। তাও তারা করোনা টেস্ট করে ফলাফল দিচ্ছিলো। এসব অভিযোগে হাসপাতালের এমডিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে র‍্যাব মামলা করছে। এরই মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ এবং ভেজাল ওষুধ থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে দুপুর থেকে রাজধানীর গুলশানের এই হাসপাতালে অভিযান শুরু করে র‍্যাব। অভিযান শেষ হয় মধ্যরাতে গিয়ে।

আশিক বিল্লাহ বলেন, এরই মধ্যে রোগী স্থানন্তর শুরু হয়েছে। সেটি শেষ হলেই হাসপাতালটি সিলগালা করা হবে।