অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দক্ষিন আফ্রিকায় করোনায় আরও দুই বাংলাদেশীর মৃত্যু

0
.

শওকত বিন আশরাফ, দক্ষিন আফ্রিকা থেকেঃ
দক্ষিন আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশী নাগরিকদের মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে।  গত শনিবার আরও দুই বাংলাদেশী নাগরিক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৮ জনে। এছাড়া আরো ৬ বাংলাদেশী ইতিমধ্যে করোনার লক্ষণ নিয়ে মৃত্যু বরণ করছেন।

শনিবার দোশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্স টাউনে খোকন নিয়া (৬০) নামে একজন প্রবীণ বাংলাদেশী নাগরিক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। তিনি গত এক সপ্তাহ আগে করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং গতকাল অবস্থার অবনতি হয়ে মৃত্যু বরণ করেন।তিনি দিনাজপুরের বাসিন্দা হলেও গত ২৫ বছর ধরে দক্ষিন আফ্রিকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

অপরদিকে ফ্রী স্টেইট প্রদেশের ব্লমফন্টেইন শহরে শাহ আলম নামে আরো একজন বাংলাদেশী নাগরিক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।তিনি মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা।