অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় ৪ জনের মৃত্যু: নতুন আক্রান্ত ১৪০

0
.

চট্টগ্রামে চারটি ল্যাবের করোনা পরীক্ষায় নতুন সনাক্ত হয়েছে ১৪০ জন রোগী। এছাড়া ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৪ জন। ৫৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জন শনাক্ত হয়েছে।

শুক্রবার রাত ১টায় এ তথ্য জানায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস।

আক্রান্তের মধ্যে মহানগরীতে ৭২ জন ও উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন।

.

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিআইটিআইডি’তে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪০ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এতে মোট নমুনা পরীক্ষার ১৪ দশমিক ৩৪ শতাংশimageআক্রান্ত হিসেবে শনাক্ত হয়। এরমধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ১৮ জন ও উপজেলায় আক্রান্ত হয়েছেন ২২ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫০ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এতে মোট নমুনা পরীক্ষার ৩০ দশমিক ৮৬ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। এরমধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ৬ জন ও উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট নমুনা পরীক্ষার ১৪ দশমিক ৩৪ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। এরমধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ৪৮ জন ও উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ জন।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষা করা নমুনা বাতিল করা হয়। ল্যাবটি ইনফ্যাকটেড থাকা বিষয়টি চিন্তা করে এ পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

প্রসঙ্গত, সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮০৯ জন। গতকাল (শুক্রবার) সুস্থ হয়েছেন ১৫ জন ও মারা গেছেন ৪ জন। এর মধ্যে মহানগরীতে ৩ জন জেলায় মারা গেছেন ১ জন।