অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহাম্মেদের ইন্তেকাল

0

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রামের বিশিষ্ট বাণিজ্য ও রাজনৈতিক ব্যাক্তিত্ব সৈয়দ জামাল আহাম্মেদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি…… রাজেউন)।

রোববার সকাল ৬ টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২) বছর।

প্রয়াতের বড় পুত্র সৈয়দ রুম্মান আহাম্মেদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ জামাল আহাম্মেদ আরামিট গ্রুপের সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজনের সফল চেয়ারম্যান। এছাড়া তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
গত ২ দিন পূর্বে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ জামাল আহাম্মেদের মৃত্যু ঘটে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জোহর কর্ণফুলী উপজেলায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
সৈয়দ জামাল আহাম্মেদের মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম গভীর শোক প্রকাশ করেছেন।