অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আরও ২৩৭ জনের দেহে করোনা পজেটিভ

0
.

চট্টগ্রামে আরও ২৩৭ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। শনিবার (৩০ মে) চট্টগ্রামে করোনা পরীক্ষার ৩ ল্যাবে ১০৮১টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি জানান, আক্রান্তদের মধ্যে নগরীতে ১৭৮, উপজেলার ৫৩ জন ও ৬ জন রোগীর ঠিকানা পাওয়া যায়নি। তবে এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডির তিন দিনের রিপোর্ট একসঙ্গে এসেছে।

জানাগেছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাব বন্ধ থাকায় গত ৩ দিনের ৮১৬টি নমুনা পরীক্ষা করেছে আইডিসিআর। এর মধ্যে ১১৬ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে নগরের ৬৭ জন ও উপজেলার ৬৭ জন। এছাড়া বাকি ৬ জনের ঠিকানা পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৬০টি নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে নগরীর ১১১ জন ও উপজেলার ৯ জন।

কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) ল্যাবে চট্টগ্রামের ৫টি নমুনা পরীক্ষায় একজনের করোনা পজিটিভ এসেছে। তিনি উপজেলার বাসিন্দা।

উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ১ জন, বাঁশখালীর ৫ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ৪ জন, পটিয়ার ৬ জন, বোয়ালখালীর ৫ জন, রাঙ্গুনিয়ার ১ জন, রাউজানের ৫ জন, ফটিকছড়ির ১ জন, হাটহাজারীর ৬ জন, সীতাকুণ্ডের ১৪ জন ও মিরসরাইয়ের ১ জন রয়েছেন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৮২৫ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৭৪ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২১৭ জন।