অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে পুলিশ, শিশুসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত

0
.

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৫জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া প্রথম  করোনা ধরাপড়া চট্টগ্রামের দামপাড়া এলাকার সেই বৃদ্ধ সাবেক ব্যাংক কর্মকর্তার দ্বিতীয়বার পরিক্ষায় করোনা পজেটিভ এসেছে।

নতুন আক্রান্তদের মধ্যে একজন ট্রাফিক পুলিশের সদস্য (৪৫) রয়েছেন। তিনি নগরীর দামপাড়া পুলিশ লাইনের ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করছিলেন।

ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

আজ রবিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে পাঠক ডট নিউজকে তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৬টি নমুনার পরীক্ষায় মোট ৭ জনের রিপোর্টে করোনাভাইরাসের পজেটিভ রিপোর্ট এসেছে।

তারা হলেন- ৬ বছর বয়সী পটিয়ার এক শিশু, দামপাড়ার ট্রাফিক কনেস্টেবল, ফৌজদারহাটের ৪৫ বছর বয়সী এক ব্যক্তি, সাতকানিয়ায় ১৯ ও ৩২ বছর বয়সী দুজন এবং লক্ষীপুর রামগতি ৫২ বছর বয়সী একজন করোনায় পজিটিভ হয়েছে।

এছাড়া ঢাকা থেকে আসা নমুনা পরীক্ষায় তৃতীয় দফার মতো করোনা পজিটিভ এসেছে দামপাড়া এক নম্বর গলির সেই বৃদ্ধের।

জানাগেছে, গত কয়েকদিন ধরে অসুস্থবোধ করায় মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে আইসোলেশনে থাকা পুলিশের এই কনস্টেবল আজকের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।

আজ রবিবার চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজ (বিআইটিআইডি) এএই ছয়জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

চট্টগ্রামের একজন পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার বিষয়ে জানান, নগর পুলিশ গোয়েন্দা শাখার উপ-কমিশনার মোহাম্মদ আবদুল ওয়ারিশের সাথে।

তিনি বলেন, আক্রান্ত ব্যক্তিটি আমাদের ট্রাফিক পুলিশের কনস্টেবল। তিনি আমাদের তত্বাবধানে এই কয়েকদিন আইসোলেসনে ছিলেন, এখন আমরা জেনারেল হাসপাতালে স্থানান্তর করবো।