অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম সাময়িক বরখাস্ত

2

খাগড়াছড়ি জেল প্রতিনিধি:

khagrachari-picture-18-10-2016
মো:তাজুল ইসলাম।

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা মো:তাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:রায়হানুল হারুন জানান, আজ মঙ্গলবার দুপুরে তিনি সাময়িক বরখাস্তের পত্র পেয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার গত ১৬ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পত্রে বলা হয়,উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা (সংশোধিত) এর ১৩খ (১) ধারা অনুসারে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো:তাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পত্রে আরো বলা হয়,খাগড়াছড়ি সদর থানার মামলা নং ৩ (তারিখ ০৫.০১.২০১৫) ও ৪ (তারিখ ০৬.০১.২০১৫) এর অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থে পরিপন্থী মর্মে সরকার মনে করে।
মো: তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি এর বিরুদ্ধে উচ্চ আদালতে রীট করবেন।

প্রসঙ্গত:মো: তাজুল ইসলাম ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো:শামছুল হক-কে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

২ মন্তব্য
  1. Apxn Monjur Morshed Rony বলেছেন

    বিএনপি করার অপরাধে।

  2. Apxn Monjur Morshed Rony বলেছেন

    বিএনপি করার অপরাধে।