অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অভিমান থেকে বিএনপি ছাড়লেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান

10
.

রাগ, ক্ষোভ ও অভিমান থেকে বিএনপি ছাড়লেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।  মঙ্গলবার বিএনপি মহাসচিব বরাবর লোক মারফত পদত্যাগপত্রটি পাঠিয়েছেন তিনি। পদত্যাগপত্রে ‘নেহাত ব্যক্তিগত’ কারণ উল্লেখ করা হয়েছে। তবে তার পদত্যাগ যে শুধু ব্যক্তিগত কারণে, তা নয়। বরং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে অবজ্ঞা, মনোনয়ন না দেওয়া এবং চট্টগ্রাম ও কেন্দ্রীয় রাজনীতিতে কোণঠাসা করে রাখার কারণেই দল ছাড়তে বাধ্য হয়েছেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে গত রাতে মোরশেদ খান বলেন, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন। অনেক বিচার-বিশ্লেষণ করে তার উপলব্ধি হয়েছে, সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার এখনই উপযুক্ত সময়।

অবশ্য এ জ্যেষ্ঠ নেতার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ত্যাগী ও জনপ্রিয় এ নেতাকে গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি। চট্টগ্রামের রাজনীতির এখনকার ‘হর্তাকর্তা’ বিএনপির স্থায়ী কমিটির এক নেতার কারণে তিনি মনোনয়ন পাননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মোরশেদ খানের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেননি। এ যন্ত্রণা তাকে অনেক ভুগিয়েছে। চট্টগ্রামের রাজনীতিতে তার অনুসারীদেরও কোণঠাসা করে রাখা হয়েছে। নির্বাচনী এলাকায় তার অনুসারীদের পদ-পদবি নেই, থাকলেও যোগ্যতার তুলনায় তা কিছুই নয়। এসব ক্ষোভ থেকে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

অনেকেই মনে করেন, তারেক রহমানের প্রতি দলের জ্যেষ্ঠ নেতাদের যে আস্থাহীনতা তৈরি হয়েছে, এর মাধ্যমে তা প্রকাশ পেল। এতদিন জ্যেষ্ঠ নেতাদের নানা ক্ষোভের কথা শোনা গেলেও এই প্রথম কেউ পদত্যাগ করলেন।

পদত্যাগপত্রে মোরশেদ খান বলেন, মানুষের জীবনের কোনো না কোনো সময় কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়, যার প্রভাব সুদূরপ্রসারী। আমার বিবেচনায় সে ক্ষণটি বর্তমানে উপস্থিত এবং উপযুক্তও বটে। তাই অনেকটা দুঃখ ও বেদনাক্লান্ত হৃদয়ে পদত্যাগের এ চিঠি। তিনি বলেন, রাজনীতির অঙ্গনে আমার পদচারণা দীর্ঘকালের। কিন্তু দেশের রাজনীতি এবং দলের অগ্রগতিতে নতুন কিছু সংযোজন করার মতো সঙ্গতি নেই। তাই ব্যক্তিগত কারণ হেতু আমার উপলব্ধি- সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার এখনই সময়। বহুবিধ বিচার-বিশ্লেষণ শেষে আমি অবিলম্বে আজ (গতকাল) থেকে বিএনপির রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ অবস্থায় এবং স্বাভাবিক নিয়মে বিএনপির প্রাথমিক সদস্যপদ প্রত্যাহারসহ বর্তমানে ‘অলঙ্কৃত’ ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছি।

চিঠিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান বলেন, বিএনপির সঙ্গে আমার সম্পর্কের দীর্ঘ পথপরিক্রমায় অসংখ্য নেতাকর্মীর সান্নিধ্য পেয়েছি এবং উপভোগ করেছি। তাদের মধ্যে অনেকেই প্রয়াত এবং অনেকেই বর্তমানে দলের হাল ধরে আছেন। প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি যেমন কামনা করি, তেমনি আপনিসহ বর্তমান সব কর্মী-কা-ারিদেরও আমি মঙ্গলাকাক্সক্ষী। অতীত ও বর্তমান সব কর্মীর নিরবচ্ছিন্ন সান্নিধ্য, সখ্য, সহমর্মিতা, সহানুভূতি ও সাহায্য-সহযোগিতার কথা আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। দলের প্রতিনিধি হয়ে সরকারি দায়িত্ব পালন এবং দলের কর্মী হিসেবে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে বিএনপি আমাকে বিরল সম্মানে ভূষিত করেছে।

মোরশেদ খান ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি বিএনপিতে যোগ দেন। এর পর চট্টগ্রাম-৮ আসন থেকে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সাল, এর পর জুন ’৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ দূত ছিলেন। একই সঙ্গে বাংলাদেশ স্পেশাল কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যানও ছিলেন। ২০০১-২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১০ মন্তব্য
  1. ফ্লোটিং ভোটার বলেছেন

    কুলাঙ্গার। রাজপথে নাই,টাকার জোরে নমিনেশন চায়।।

  2. M A Rahim Sikder বলেছেন

    বুড়ো কালে কি এতো অভিমান কিসের।

  3. Elias Ali Jubodal বলেছেন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

  4. Fahim AL Mamun বলেছেন

    ইতা এমনে চিটার, ইতা যে দিকে ক্ষমতা, সে দিকে তাকে, আজ সে প্রায় ১৫ বছর ক্ষমতার বাইরে, এত দিন যে সে বিএনপির সাথে ছিল, তা অনেক বেশি ছিল। সে আগে জাতীয় পার্টি করত।

  5. Shahed Mohammad বলেছেন

    Good news .মোর্শেদ খানের কারণে মোছ বাদল ভোট চুরি করে এম পি হয়েছে . আপদ গেছে .

  6. মোঃ মুসলেহ উদ্দীন ত্বোহা বলেছেন

    এই সমস্ত বেইমান, মুনাফিক, স্বার্থপরদের কারনে বিএনপির বজ এই অবস্তা,

  7. Afm Kaiser বলেছেন

    Moja khawa ses

  8. Ahmad Mostaque বলেছেন

    ওনাকে চেয়ারম্যান করা কেন হলো না?

  9. MD Musa Islam বলেছেন

    এই পরিস্থিতিতে পদত্যাগ করে প্রমান করল,,ওনি বি এন পিকে ভালোবাসেনি,, ওনি হলেন সুসময় নেতা,,,

  10. Ripon Khan বলেছেন

    বিএনপির শাসনামল কে কাজে লাগিয়ে মোরশেদ খান কি ধরনের দুর্নীতি করেছিলেন এবং কিভাবে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ হাসিল করেছেন সেটা আমরা জানি। যারা বিএনপিকে সবচাইতে বেশি ব্যবহার করে নিজেদের লাভটা হাসিল করেছেন তার মধ্যে এই মানুষটা অন্যতম। শেষপর্যন্ত নিজেও এই দল টা তে টিকে থাকতে পারলেন না কারণ শুধুমাত্র তিনি নয় তার মতো আরো অনেকেই তারেক রহমানের সাথে বিবাদে জড়িয়ে পড়ার কারণে দল ছাড়তে শুরু করেছেন। এভাবে বল ছাড়ার মাধ্যমে প্রমাণিত হয়ে যাচ্ছে তারেক রহমান দলের সিনিয়র নেতৃবৃন্দের উপর কিভাবে প্রেসার ক্রিয়েট করছেন, এবং তাদের মতামত কে কোন ধরনের মূল্যই দিচ্ছেন না।