অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাবাহিনীর সৈনিক নিহত

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ফৌজদার হাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাবাহিনীর এক সৈনিক নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত সৈনিকের নাম শেখ সাব্বির আহমদ (৩৮) ভাটিয়ারী মিলিটারী একাডেমীতে (বিএমএ) ল্যাঃ কর্পোরাল পদে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির (শাহনেওয়াজ ইডেন পার্ক) সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির খুলনা ফুলতলা উপজেলার শিরোমনি পষ্চিমপাড়া এলাকার শেখ জামিল আহমদের পুত্র।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল পাঠক ডট নিউজকে জানান, বিএমএ’র দুই সৈনিক মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহর থেকে ভাটিয়ারী মিলিটারী একাডেমীতে যাওয়ার ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায় দুই সৈনিক। এসময় অন্য একটি গাড়ী তাদের চাপা দিলে সাব্বির আহমদের মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। আহত অপর সৈনিক আনোয়ার হোসেন গুরুত্বর আহত হন। তাকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুঘটনার পরপরই সীতাকুণ্ড সার্কেলের এএসপি শম্পা রাণী সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।