অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আবারও বাকশাল? এত সোজা নয়: ফখরুল

7
.

সরকারের বিরুদ্ধে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার চক্রান্তের অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা কি আবারও বাকশালে ফিরে যাব? এত সোজা নয়। কোনো দিনই মেনে নেব না।’

আজ সোমবার বিকেলে রাজধানীতে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা-পূর্ব এক সমাবেশে সভাপতির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে, প্রায় ২৬ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে ও পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গুম করে, হাজার হাজার নেতা-কর্মীকে নিহত এবং আহত করে এই সরকার ভেবেছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে তারা দমন করতে পারবে। কিন্তু আজকের এই র্যালি প্রমাণ করেছে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন দমন করতে পারবে না।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যদি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি করতে চাই, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের রাজপথে এসে সোচ্চার হয়ে এই স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। সবাই রাজি আছেন? আমরা সেই আন্দোলনের মধ্যে দিয়ে অবশ্যই বেগম জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করব।’

প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে সরকারের সব খেলা শেষ। তারা আমাদের দুর্বল করতে চেয়েছিল, কিন্তু আমরা দুর্বল নই, আগের চেয়ে আমরা এখন অনেক শক্তিশালী। তাই আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ হোক, স্বৈরাচার হটাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও এবং খালেদা জিয়াকে মুক্ত কর।’

স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির মিছিল সরকার আর স্তব্ধ করতে পারবে না। অনেকেই বলেন, আন্দোলন কবে হবে? আমি বলব, বেগম জিয়ার আন্দোলন শুরু হয়ে গেছে।’

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি করতে হলে আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। কারণ বেগম জিয়ার মুক্তিতে বাধা সরকার। তাই সরকারের পতন ছাড়া বেগম জিয়ার মুক্তি হবে না। তাই আসুন, আমরা সরকার পতনের আন্দোলনে যাই।’

সমাবেশের পর বিকেল সাড়ে তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। নেতা-কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। তিনটার আগেই নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত রাস্তাটির মিছিলের কারণে বন্ধ হয়ে যায়।

শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি নিয়ে ঢাক–ঢোল পিটিয়ে লাল ও সবুজ টুপি পরে নেতা-কর্মীদের অংশ নিতে দেখা যায়। এবার শোভাযাত্রায় মশারি টাঙানো একটি ট্রাক ছিল, যাতে লেখা ছিল, ডেঙ্গু মশা নির্মূলে সরকার ব্যর্থ। শোভাযাত্রাটি নয়াপল্টন, কাকরাইল মোড় হয়ে শান্তিনগর মোড় ঘুরে আবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টন, কাকরাইল ও শান্তিনগর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা গড়ে তোলে।

৭ মন্তব্য
  1. জহির ভাই বলেছেন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভুল কিছুই বলেননি, একাত্তরের মুক্তিযুদ্ধ সহ ভাষা আন্দোলনের পূর্ব সময় থেকেই বাংলাদেশের মাত্র একটি দল ছিল সেটি হল আওয়ামীলীগ। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। তাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিল একটি দলের মাধ্যমেই বাংলাদেশ পরিচালিত হোক, তাহলে দেশ অনেক এগিয়ে যাবে। কিন্তু আজকে যারা বিএনপি গঠন করেছে তারা সেটা চাইনি বলেই তাকে হত্যা করেছে।

  2. Shuvo Ahmed বলেছেন

    বাকশাল বলতে একদলীয় শাসন ব্যবস্থা কে বোঝায় না। যারা মূর্খ ও অজ্ঞ তারাই শুধু এটা মনে করে। বাকশালের পূর্ণরূপ হল বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। একাত্তরের মুক্তিযুদ্ধে যাদের অবদানে এই দেশ স্বাধীন হয়েছে তাদের অবদানের ফলস্বরূপ বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিল। আর বাকশাল থাকলে বাংলাদেশ এতদিনে মালয়েশিয়া যুক্তরাষ মতো দেশকে পেছনে ফেলে উন্নত দেশে পরিণত হতো। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেটা চাইনি বলেই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে।

  3. Siraz Gazzi বলেছেন

    সরকারের নামে ভিত্তিহীন কথা বলে আর জনগণের মন জয় করতে পারবেন এটা মনে করিয়েন না। আপনারা বর্তমান সরকারের পতন ঘটানোর জন্য একের পর এক মিথ্যাচারের সাহায্য নিচ্ছেন এটা কখনোই মেনে নেওয়া হবে না। আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় যে আমাদেরকে কতটা যন্ত্রনা এবং নির্যাতন করেছেন সেটা আমরা মনে রেখেছি। আর সেজন্যই বলছি আপনারা যাই বলেন না কেন আপনাদেরকে কখনো আমরা দ্বিতীয় সুযোগ দিব না দেশ পরিচালনা করার।

  4. Fahim sultan বলেছেন

    সরকারের প্রত্যেকটা কথার ভিন্নরূপ তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিএনপি নেতারা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশের জনগণকে উস্কানি দিয়ে সরকারের পতন ঘটানোর। আর সেজন্য বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যতই ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা করুক না কেন আমরা কখনও তাদের এই ধরনের ষড়যন্ত্র পা দিব না। বর্তমান সরকার যে দেশ এবং জাতির উন্নয়নের জন্য কাজ করছে সেটা আমরা অনেকবার প্রমাণসহ বুঝতে পেরেছি। তাই এ ধরনের ভিত্তিহীন কথা আমাদের বলে লাভ নেই।

  5. Nojrul Islam বলেছেন

    বাকশাল বলতে আমাদের দেশের মানুষ এখন পৌঁছে একদলীয় শাসন ব্যবস্থাকে তবে যারা বাকশাল এর সঠিক ডেফিনেসন জানেন এবং জানেন বাকশাল স্থাপিত হলে বাংলাদেশে কতটা এগিয়ে যাবে তারা কখনোই বাকশালের বিরুদ্ধে কথা বলবে না। বিএনপি এখানে মূলত বাকশাল বলতে একদলীয় শাসন ব্যবস্থাকে বুঝিয়েছে এবং তারা বুঝিয়েছে যদি বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা আবার চালু করার চেষ্টা করা হয় তাহলে সেটি মেনে নেওয়া হবে না। সঠিক নির্বাচন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ সরকার বারবার ক্ষমতায় আসছে বিএনপি সরকারকে থামাতে ব্যর্থ হচ্ছে কিংবা নিজের আর জিততে পারছিনা বলে এখন সরকারের এই ক্ষমতায় আসা কে একদলীয় শাসন ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করে জনগণকে সরকারের বিরুদ্ধে ভুল ভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে।