অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডেঙ্গুতে শরীয়তপুর ও ফরিদপুরে আরও দুইজনের মৃত্যু

0
.

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শরীয়তপুর ও ফরিদপুরে আরও দুই জনের মারা গেছেন। গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ফরিদপুর: ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে চারজনের মৃত্যু হলো।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাহেব আলী।

সাহেব আলী রাজবাড়ী জেলার সদর উপজেলার মাটিপাড়া গ্রামের মনছের আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে গুরুতর অবস্থায় সাহেব আলীকে হাসপাতালে আনা হয়। রাতেই তার মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সাত জন।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩শ ৫৭ জন। সব মিলিয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২শ ৮৯ জন।

শরীয়তপুর: শরীয়তপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।