অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডেঙ্গুতে মানুষ মরছে আর ক্ষমতাসীনরা দুর্নীতি-লুটপাটে ব্যস্ত: বিএনপি

6
.

সরকার ও সিটি করপোরেশন কার্যকর উদ্যোগ না নেয়ায় সারাদেশে ডেঙ্গু ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহবান জানান বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ রোববার ড্যাব-বিএসএমএমইউ শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার জন্য শাহবাগে লিফলেট বিতরণকালে, তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, দেশে সর্বত্র ক্ষমতাসীনদের দুর্নীতি আর অনাচার। ডেঙ্গুর প্রকোপ মহামারি আকার ধারণ করলেও সরকার কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। সিটি কর্পোরেশন কার্যকর ওষুধ আনার কোন পদক্ষেপ না নিয়ে শুধু বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। অপরদিকে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে, সেদিকে সরকারের কোন খেয়াল নেই। তারা দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত।

এডিস মশা নির্মূলে সরকারের ব্যর্থতার সমালোচনা করে রিজভী বলেন, মশানিধনে এখন যে ওষুধ ব্যবহার করছে তাতে মশাতো মরছেই না বরং আরো সতেজ হয়ে জ্যামেতিক হারে মশা বংশ বৃদ্ধি করছে।
তাহলে কোটি-কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে যে মশার ওষুধ আনলো সে টাকা কোথায় গেলো, কার পকেটে গেলো, এটা কিসের ওষুধ দেয়া হচ্ছে- এগুলো আজ জনগণের জিজ্ঞাসা। এসব সম্পূর্ণ ফাঁকিবাজি, যোচ্চুরি-এই যোচ্চুরি করেই তারা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে রিজভী বলেন, সরকার দেশনেত্রীকে মুক্তি দিচ্ছে না। আজকে আইন নেই, সুবিচার নেই, সবকিছুই একব্যক্তির হাতের কব্জার মধ্যে। আজকে ন্যায় বিচার নেই বলেই বেগম খালেদা জিয়া কারাগারে, দেশে আইনের শাসন নেই বলেই বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী। ন্যায় বিচার থাকলে এসব হতো না।

দেশনেত্রীকে আটকে রেখেছে বলেই মধ্যরাতের নির্বাচন করা সম্ভব হয়েছে। দেশনেত্রী মুক্ত অবস্থায় থাকলে সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার হতেন, প্রতিবাদ করতেন, এতোবড় অন্যায় তিনি হতে দিতেন না।

দেশের এ সংকটময় অবস্থায় গণমানুষের দল বিএনপি ঘরে বসে থাকতে পারে না। তাই আমরা খ্যাতিমান চিকিৎসকদের পরামর্শ নিয়ে লিফলেট বিতরণ করে জনগণকে সচেতন করছি যেন তারা এই মরণব্যাধির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে।

লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান, ছাত্রদল ঢাকা মহানগর (পূর্ব) এর সভাপতি খন্দকার এনাম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিকসহ ড্যাবের চিকিৎসকবৃন্দ।

৬ মন্তব্য
  1. Abir khan বলেছেন

    বর্তমান সরকারকে নিয়ে বিএনপির নেতারা যতই মিথ্যাচার করুক না কেন কোনো লাভ হবে না । বর্তমান সরকার ডেঙ্গু প্রতিরোধ করতে অনেক ধরনের ব্যবস্থা গ্রহন করেছে নানা ধরনরে পদক্ষেপ নিয়েছে । আর এখন বর্তমান পরিস্থিতি আগে থেকে অনেকটা নিয়তন্ত্রে আসছে । । বর্তমান সরকারকে নিয়ে মিথ্যাচার করে কোনো লাভ হবে না কারণ সত্যিটা দেশের জনগন ভালো করেই জানে ।

  2. রাশেদুল ইসলাম রাশেদ বলেছেন

    বিএনপির মত দলের কাজই হলো বর্তমান সরকার যত কিছু করুক না কেন তারা বর্তশান সরকারকে নিয়ে েএইসব আজেবাজে কথা বলেই যাবে । কিন্তু দেশের জনগন তো ভালো করেই জানে বর্তমান সরকার কি কি করেছে দেশে । বর্তমানে ডেঙ্গু নিয়ে বর্তমান সরকার অনেক পদক্ষেপই নিয়েছে আর বর্তমান সরকার সফলভাবেই ডেঙ্গুকে প্রতিরোধ করতে পেরেছেন ।

  3. Shahriyar Khan বলেছেন

    বিএনপি নেতাকর্মীরা বিশ্বদরবারে বাংলাদেশের নামে বদনাম করতে পটু। কিন্তু তারা এই বিশেষজ্ঞ যে বাংলাদেশ ছাড়াও এশিয়ার প্রায় সকল দেশেই ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। ডেঙ্গু প্রতিরোধে বর্তমান সরকার যে সকল পদক্ষেপ নিয়েছে তাতে বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে।

  4. Md Abu বলেছেন

    ডেঙ্গু যখন প্রায় নির্মূল হয়ে গিয়েছে তখন একদল মুর্খ্য মানব লোক দেখিয়ে ফটোসেশন করার জন্য লিফলেট বিতরণ করে যাচ্ছে। তারা হয়তো ভুলে গিয়েছে এই ধরনের সচেতন মূলক লিফলেট, বর্তমান সরকারের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রায় এক মাস আগে থেকেই বিতরণ করে আসছে। এছাড়াও প্রতিটি এলাকায় এলাকায় সতর্কতামূলক মাইকিং করানো হচ্ছে প্রতিনিয়ত।

  5. Sanjimul Islam বলেছেন

    রিজভী সাহেব, ডেঙ্গুতে মানুষ মরছে আর তাতে আপনারা কি করছেন? আপনারা তো ডেঙ্গু মোকাবেলায় সরকারের সাথে কাজ না করে সরকারের বিরুদ্ধে সমালোচনা এবং অপপ্রচার করছেন।সব সময় সাংবাদিক সম্মেলন করে সরকারের বদনাম গাইছেন।অতচ রাজপথে আপনাদের দেখা যায় নি জনগণকে সচেতন করতে।আর এখন ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় মাঠে নেমেছেন বলে তামাশা করছেন

  6. Raihan Chowdhury বলেছেন

    মানলাম ডেঙ্গুতে মানুষ মরছে আর ক্ষমতাসীনরা দুর্নীতি এবং লুটপাট করছে।তার বিপরীতে আপনারা কি করছেন সেটা বলুন।জনগণকে সচেতন করতে এখন মাঠে নামছেন।অতচ ডেঙ্গু যখন মহামারি আঁকার ধারণ করেছিল তখন মাঠে নামেন নি।বিএনপি মনে করেছেন ডেঙ্গু একটি দলীয় সমস্যা।কিন্তু ডেঙ্গু হলো জাতীয় সমস্যা আর এই সমস্যা দ্রুত উন্নতির জন্য সরকারের পাশাপাশি চলচ্চিত্র অভিনেতারা ও জনসচেতনতা বৃদ্ধি করতে মাঠে নেমেছিল