অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফিরিয়ে আসুন সম্পর্কের পুরনো রসায়ন

0
.

দীর্ঘদিনের সম্পর্কের জেরে একঘেয়েমি আসার ঘটনা বিরল নয়। এই মোড় থেকেই দু’‌জনের পথ আলাদা হয়ে যেতে পারে। আবার পথ আলাদা না হলেও নিত্যনৈমিত্যিক অশান্তি লেগেই থাকে। পুরনো সম্পর্কে কী করে ফেরাবেন নতুনত্বের রসায়ন। আসুন দেখে নেওয়া যাক।
❏‌ সরাসরি কথা বলার থেকে ভাল কোনও বিকল্পই হতে পারে না। সরাসরি কথা বলুন, আলোচনা করে বুঝে কার কোন স্বভাবের কারণে সমস্যা তৈরি হচ্ছে। একসঙ্গে থাকার ইচ্ছা একেবারেই চলে না গিয়ে থাকলে এখান থেকেই সমাধান বেরবে।
❏‌ এই ধরনের সমস্যা সব থেকে বেশি হয়, একে অপরকে সময় দেওয়া বন্ধ করলে বা কমিয়ে দিলে। পারলে কাছাকাছি কোথাও ঘুরে আসুন। একান্তে সময় কাটান। নিজেদের আবিষ্কার করুন নতুন ভাবে।
❏‌ মনোবিদদের মতে নিজেদের যৌনজীবন একঘেয়ে হয়ে গেলে বা যৌনতা কমে গেলে একে অপরের ওপরে বিতৃষ্ণা জন্মায়। যত দ্রুত সম্ভব সেটাও স্বাভাবিক করার চেষ্টা করুন।

‌আজকাল ওয়েবডেস্ক:‌ দীর্ঘদিনের সম্পর্কের জেরে একঘেয়েমি আসার ঘটনা বিরল নয়। এই মোড় থেকেই দু’‌জনের পথ আলাদা হয়ে যেতে পারে। আবার পথ আলাদা না হলেও নিত্যনৈমিত্যিক অশান্তি লেগেই থাকে। পুরনো সম্পর্কে কী করে ফেরাবেন নতুনত্বের রসায়ন। আসুন দেখে নেওয়া যাক।
❏‌ সরাসরি কথা বলার থেকে ভাল কোনও বিকল্পই হতে পারে না। সরাসরি কথা বলুন, আলোচনা করে বুঝে কার কোন স্বভাবের কারণে সমস্যা তৈরি হচ্ছে। একসঙ্গে থাকার ইচ্ছা একেবারেই চলে না গিয়ে থাকলে এখান থেকেই সমাধান বেরবে।
❏‌ এই ধরনের সমস্যা সব থেকে বেশি হয়, একে অপরকে সময় দেওয়া বন্ধ করলে বা কমিয়ে দিলে। পারলে কাছাকাছি কোথাও ঘুরে আসুন। একান্তে সময় কাটান। নিজেদের আবিষ্কার করুন নতুন ভাবে।
❏‌ মনোবিদদের মতে নিজেদের যৌনজীবন একঘেয়ে হয়ে গেলে বা যৌনতা কমে গেলে একে অপরের ওপরে বিতৃষ্ণা জন্মায়। যত দ্রুত সম্ভব সেটাও স্বাভাবিক করার চেষ্টা করুন।