অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জাতীয় জাদুঘর থেকে শহীদ জিয়ার স্বাধীনতা পদক সরিয়ে ফেলা হয়েছে

4

1432791306_indexজাতীয় জাদুঘর থেকে প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক সরিয়ে নিয়েছে সরকার।

বুধবার (০৭ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ পদক সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় জাদুঘরের উপ-পচিালক কবি শিহাব সরকার বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুর ১২টার দিকে জিয়াউর রহমানের স্বাধীনাতা পদক সরিয়ে নেওয়া হয়।’

সরিয়ে নেওয়া এ পদকটি কোথায় রাখা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা কেবিনেটের বিষয়। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

Zia-sadhinnota-podok-1
জিয়াউর রহমানকে দেয়া স্বাধীনাতা পদক।
৪ মন্তব্য
  1. Mohi Robel বলেছেন

    তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

  2. নাজের আলী নাজু বলেছেন

    কাজ টা ভাল হয়নি এই টা মনে রাখা উছিত দিন বদলাই
    আজ ওনাদের
    কাল আমাদের ও আসবে
    তখন কোনো কান্না খাটি করবে নাকি

  3. Nasir Uddin বলেছেন

    বিএনপির নেতাদের কে বলেন হাতে চুড়ি পরে ঘরে বসে থাকতে। ওরা নেতা নামের কলংক ছিঃছিঃ।

  4. Hossain Maruf বলেছেন

    ভাই ওটা চোরে নিয়ে গেছে।পারলে চোরটাকে ধরুন।