অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করে নোটিশ পেয়েছেন বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুর

0
.

বিতর্কিত মন্তব্য করে শনিবার দ্বিতীয় বারের মতো নির্বাচন কমিশনের নোটিশ পেয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ভোপাল আসনের প্রার্থী সান্ধী প্রজ্ঞা ঠাকুর। তিনি তার এক সাক্ষাতকারে বলেন, ‘আমি ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙ্গায় অংশ নিয়েছি এবং এর জন্য গর্ববোধ করি।’ হিন্দুস্তান টাইমস

প্রজ্ঞা ঠাকুর একটি টিভি চ্যানেলকে বলেন, ‘অযোধ্যায় আমরা রামমন্দির নির্মাণ করবো। বাবরি মসজিদ গুড়িয়ে দিতে আমরা অযোধ্যায় গিয়েছিলাম। আমি মসজিদটি ধ্বংস করতে এর চূড়ায় উঠেছিলাম। আর এজন্য আমি গর্ববোধ করি। ঈশ্বর আমাদের শক্তি দিয়েছিলেন যা দিয়ে আমরা দেশের একটি সমস্যা সমাধান করেছি।’

শনিবার চলমান লোকসভা নির্বাচনের আচরণ বিধি লংঘনের অভিযোগে প্রজ্ঞা ঠাকুরকে নোটিশ পাঠায় মধ্যপ্রদেশের ভোপাল জেলা নির্বাচন অফিস। ডিস্ট্রিক ইলেকশন অফিসার (ডিইও) নোটিশে প্রজ্ঞা ঠাকুরের কাছে নির্বাচনী আচরণবিধি সংশ্লিষ্ট ৪ অনুচ্ছেদ লংঘনের অভিযোগে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা চায়।

প্রজ্ঞা ঠাকুর এর আগে মুম্বাইয়ের নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী স্কোয়াডের সাবেক প্রধান হেমান্ত কারকারের মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, কারকারে তার অভিশাপের কারণে মারা গেছেন। যদিও প্রজ্ঞা ঠাকুর পরে তার এই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।