অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হামলার ১০ দিন আগেই সতর্ক করেছিলেন পুলিশ প্রধান

0
.

শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনার ১০ দিন আগেই এ নিয়ে দেশ জুড়ে সতর্কবার্তা প্রকাশ করেছিলেন দেশটির পুলিশ প্রধান।

পুলিশ প্রধান পুজুথ জয়সুন্দরা গত ১১ এপ্রিল দেশের উচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছিলেন যে, দেশের গুরুত্বপূর্ণ গির্জাগুলোতে যে কোনো সময় আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করছে হামলাকারীরা।

সতর্কবার্তায় বলা হয়েছিল: ‘একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে, স্থানীয় মৌলবাদী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামা’আত – এনটিজে কলম্বোর গুরুত্বপূর্ণ গির্জাগুলোর পাশাপাশি কলম্বোতে ভারতীয় হাইকমিশনে আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা করছে।’

গত বছর কয়েকটি বুদ্ধ ভাস্কর্য ভাংচুরের ঘটনার মধ্য দিয়ে প্রথম আলোচনায় এসেছিল এনটিজে।শ্রীলঙ্কা-ইস্টার সানডে-বোমা হামলা

রোববার সকালে সিরিজ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১৩৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪শ’রও বেশি।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো হামলার দায় কেউ স্বীকার করেনি। বিস্ফোরণের ধরন সম্পর্কেও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কলম্বো ন্যাশনাল হসপিটালের পরিচালক ডা. অনীল জয়সিংহের বরাতে শ্রীলঙ্কার অন্যতম জাতীয় গণমাধ্যম কলম্বো টেলিগ্রাফ মৃতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, এ পর্যন্ত ৪০২ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।