অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএনপির বড় চ্যালেঞ্জ গণতন্ত্র ফিরিয়ে আনা

3
.

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে ফিরিয়ে আনা।

তিনি আজ শনিবার(১সেপ্টেম্বর) ঢাকা শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানাতে এসেছি। কারণ, আমাদের দলের চেয়ারপারসন আপসহীন নেত্রী খালেদা জিয়া কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও মিথ্যা মামলায় নির্বাসিত। তাঁদের ছাড়াই আমরা আজ এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।

ফখরুল ইসলাম বলেন, আজকের এই দিনে আমরা শপথ করব, এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ের। এই ফ্যাসিস্ট, গণতন্ত্রবিরোধী, সমাজবিরোধী সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, অবৈধ সরকার জবরদস্তি মূলকভাবে ক্ষমতায় বসে মানুষের সব অধিকার হরণ করেছে। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ হচ্ছে, এই দানবকে অপসারণ করে, দুঃশাসনকে অপসারণ করে গণতন্ত্র ও দেশনেত্রীকে মুক্ত করার জন্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, আলতাব হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান, তৈয়মুর আলম খন্দকার, ফরহাদ হালীম, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান প্রমুখ ।

৩ মন্তব্য
  1. জাফর ইমাম বলেছেন

    বিএনপি মার্কা গণতন্ত্র মানে
    #সেনাছাউনিতে মুক্তিযোদ্ধা হত্যা
    #জলায়-জঙ্গলে কোদাল চালানোর আড়ালে রাজাকার পুনর্বাসন
    #মেধাবী ছাত্রদের সমুদ্রভ্রমণে নিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া
    #সংবিধানের মূলনীতি বদলে পাকিকরণ
    #উর্দি পরা অবস্হায় রাজনৈতিক দল গঠন ও তাতে স্বাধীনতাবিরোধীদের স্হান দেওয়া
    #কুখ্যাত দালালদের সিনিয়র মন্ত্রী ও মন্ত্রী করা
    #বঙ্গবন্ধু ও তার পরিবারের গর্ভবতী নারী ও শিশুর হত্যাকারীদের কাছে কোটি কোটি টাকা পাচার ও তাদের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ
    #দলীয় কোন্দল মেটাতে এসে সহকর্মীদের হাতে নিহত রাষ্ট্রপতির হত্যার বিচার না করে “বিদ্রোহ”-এর বিচার করা, যাতে হত্যার আসল রহস্য প্রকাশিত না হয়। #বিনা লাশের মাজার স্হাপন, #জাতীয় শোক দিবসে ভূয়া জন্মদিন পালন
    # ১৯৯৬ সনের ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, #২০০১ নির্বাচনের পরে তিরিশ হাজার সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীকে গণহত্যা
    #২১ আগস্ট গ্রেনেড হামলা ও জজমিয়া নাটক সাজানো
    #রাজাকারদের গাড়িতে পতাকা তোলা
    ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

  2. Ajay Panday বলেছেন

    যে দলটির জন্মা হয়েছে অগণতান্ত্রিক বাবে তারা আবার গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র মানে কি এতিমের টাকা চুর কে প্রধানমন্ত্রী বানানো তারেক চোরকে দেশে এনে চুরি করার সুযোগ দেওয়া এটা যদি গণতন্ত্র হয় এটা আমরা মানিনা।২১শে আগস্ট গণতন্ত্র কি হাওয়া ভবনে ছিল?.আজকে গণতন্ত্র নিয়ে মাতম করো। তোমাদের পায়ে নিজেরাই কুড়াল মারছিলা। খালেদা জিয়া জেলে, তারেক চোরা লন্ডনে বসে আছে। আর তাদের নেতারা ফেসবুকে বসে বসে বুলি আউড়ায়

  3. Redoy Mollik বলেছেন

    বিএনপিতে কি এমন একজন নেতা জন্ম হয়নি ৪০ বছরে যার হাতে আসে দলের নেতৃত্ব। গনতন্ত্র বলেই তো চিল্লান কিন্তু দলের সভাপতি পদে কেউ তো সাহস নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হননি। পলাতক আসামি দলের হাল ধরে কেহ প্রতিবাদ করতে পারেন নি। নিজ দলের গনতন্ত্র আপনার দল কিংবা কোন দলে নাই। আগে নিজ ভাল তারপর জগৎ ভাল। গ্রেনেড মারা গণতন্ত্র? জঙ্গি তৈরীর গণতন্ত্র? রাজাকারদের মন্ত্রী এমপি বানানোর গণতন্ত্র? মুক্তিযুদ্ধ কে অসম্মান করার গণতন্ত্র?