অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ জন আটক

0
.

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা ও আকবরশাহ থানা এলাকায় পৃথক অভিযানে অস্ত্রশস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।  আজ শুক্রবার (১০ আগস্ট) ভোরে এ অভিযান চালায় পুলিশ।

অভিযানে বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় ৫টি ছোরাসহ  ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ছিনতাই চক্রের সদস্যরা হলেন- আব্দুর রহমান (২০), জাবেদ হোসেন (২০), মো. আলাউদ্দিন (১৯), মো. সোহেল (১৮), আব্দুল মতিন (২০), মো. মোরশেদ (২২) ও মো. সমশুল মুন্না (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার অপরাধে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপর দিকে নগীর আকবরশাহ থানার গাউসিয়া লেক সিটি এলাকা থেকে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার ভোর রাতে এ অভিযান চালানো হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মইনুল ইসলাম। আটক ডাকাতদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ১টি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ডাকাতরা হলেন- জাবেদ হোসেন (২৮), জসিম উদ্দিন (৩৮), ফিরোজ আল মামুন (৩২) ও আরিফুর রহমান লিটন (২৮)।

জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। অবৈধ অস্ত্র রাখা এবং ডাকাতির প্রস্তুতি নেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।