অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী শ্রীদেবী

0
.

বলিউডের সবচেয়ে বড় আয়োজন ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডে (আইফা) প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে সম্মাননা জানানো হয়েছে।

রবিবার ব্যাংককে বসে আইফার এবারের আসর। অনুষ্ঠানে ২০১৭ সালের ‘মম’ সিনেমার জন্য শ্রীদেবী সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। সিনেমাটিতে সৎ মেয়েকে ধর্ষণের প্রতিশোধ নেন শ্রীদেবী।

১৯৮০ ও ৯০ দশকের পর্দা কাঁপানো এই অভিনেত্রীকে পুরুষ সুপারস্টারদের দখলে থাকা বলিউডের প্রথম নারী সুপারস্টার বলে অভিহিত করা হয়।

গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অচেতন অবস্থায় বাথটাবে ডুবে তার মৃত্যু হয়।

অনুষ্ঠানে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘তুমহারি সুল্লু’ সিনেমাটি। সিনেমায় একজন সাধারণ গৃহবধূর রেডিও জকি হয়ে উঠার গল্প চিত্রায়িত হয়।

‘হিন্দি মিডিয়াম’ সিনেমার জন্য সেরা পরিচালক ও অভিনেতার পুরস্কার পান সাকেত চৌধুরী ও ইরফান খান।

এবারের অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল ২০ বছর পর ৬৪ বছর বয়সী অভিনেত্রী রেখার স্টেজ পারফরমেন্স। বলিউডের ‘নিরবধি সৌন্দর্য’ হিসেবে আখ্যায়িত রেখা এখন পর্যন্ত ১৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।

আইফা অ্যাওয়ার্ড প্রতিবছর ভিন্ন ভিন্ন শহরে উদযাপন করা হয়। এর মাধ্যমে হিন্দি ভাষার সিনেমাকে জনপ্রিয় করে তোলার চেষ্টা চলে।