অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

0
Law20160509111310
ছবি: প্রতিকী

চট্টগ্রামে আপন মা’কে হত্যার দায়ে আদালত জসিম উদ্দিন নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা’র রায় দিয়েছেন। অনাদায়ে আরও এক বছর কারাভোগের আদেশ দেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূরে আলম বুধবার বিকালে এ রায় দেন।

চট্টগ্রাম জেলার আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট লোকমান হোসেন চৌধুরী এ খবর নিশ্চিত করে জানান, জেলার মিরসরাইয়ের জাফরাবাদ ইউনিয়নের মগদাইয়ে পারিবারিক কলহের জেরে ২০০৫ সালের ২৪ নভেম্বর সকালে ছেলে জসিম উদ্দিন তার মা ওয়াছ খাতুনকে মারধর করে। এবং এক পর্যায়ে মোটা কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত ওয়াজ খাতুনকে প্রথমে উপজেলা সদরে হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সে রাতে তিনি মারা যান বলে জানা পিপি লোকমান হোসেন।

এ ঘটনায় নিহত ওয়াছ খাতুনের অপর ছেলে জিয়াউল হক বাদী হয়ে মীরসরাই একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ১৭ ফেব্রুয়ারিতে জসিমকে একমাত্র আসামি করে চার্জশীট দাখিল করে। মামলায় ১৭ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ ২০ জুলাই যাবজ্জীবন কারাদ-ের রায় দেন আদালত। তবে রায় ঘোষণাকালে আসামি জসিম আদালতে উপস্থিত ছিলেন না।

পুলিশ জানায় দ-িত জসিম হত্যার পর গ্রেফতার হলেও পরে আদালত থেকে জামিনে পেয়ে পালিয়ে যায়।