অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

১৬০ জন নারীকে যৌন হেনস্থার দায়ে চিকিৎসকের ১৭৫ বছরের কারাদণ্ড

0
.

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক অলিম্পিক জিমন্যাস্টিকস দলের চিকিৎসক লেরি নাসারকে ১৭৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মেডিকেল ট্রিটমেন্টের ছুতো করে বছরের পর বছর ধরে কিশোরী ও তরুণী জিমন্যাস্টদের যৌন হয়রানির দায়ে তাকে এ সাজা দেয়া হয়।

বিবিসির এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

ল্যারির এই বিচারকার্য গত সাত দিন ধরে চলছিল। এই সাত দিনে ল্যারির যৌন নিপীড়নের শিকার ১৬০ জন নারী জিমন্যাস্টিকরা তাদের তিক্ত অভিজ্ঞতা আদালতে ব্যক্ত করেন। তাদের মধ্যে বেশ কয়েকজন অলিম্পিয়ান ও ছিলেন।

বিচারক রোজমেরি আকিলিনা ল্যারির সাজা পড়তে গিয়ে বলেন, আমি এইমাত্র আপনার মৃত্যু পরোয়ানাতে স্বাক্ষর করলাম। এই নিপীড়িতদের অত্যাচারের গল্প শুনে আপনাকে শাস্তি দেয়া আমার জন্য অনেক সম্মানের বিষয়। কারণ আপনার আর বাইরের পৃথিবীর আলো বাতাস দেখার কোনো অধিকার নেই।

তিনি দোষী সাব্যস্ত হওয়া ওই চিকিৎসককে আরো বলেন, আমি এমনকি আমার কুকুরকেও আপনার কাছে পাঠাবো না।