অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লালদীঘিতে শিবিরের বিজয় র‌্যালী ভন্ডুল, আটক ২০

4
ফাইল ছবি।

চট্টগ্রাম মহানগরীর লালদীঘির মাঠ এলাকা থেকে ২০ জন শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিজয় দিবস উপলক্ষে র‌্যালী বের করার প্রস্ততুতিকালে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়। তবে পুলিশের দাবী নাশকতার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।

তবে পুলিশ তাদের নাম পরিচয় জানাতে পারেনি।।

সিএমপি’র কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সবালে নাশকতর প্রস্তুতিকালে লালদীঘির মাঠের আশেপাশে অভিযান পরিচালনা করে শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি জানান, পুলিশের কাছে তথ্য ছিল তারা চট্টগ্রাম শহীদ মিনারে নাশকতা সৃষ্টি করতে লালদীঘি জড়ো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে যুবকরা পুলিশের সাথে হাতাহাতিতে লিপ্ত হয়।

এদিকে মহানগর (উত্তর) ছাত্রশিবিরের নেতা নুরুল আমিন জানান, বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী শিবিরের কর্মসূচির অংশ হিসেবে র‌্যালী বের করার প্রস্তুতিকালে পুলিশ বিনা উস্কানীতে নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে র‌্যালী ভন্ডুল করে দিয়ে কয়েকজনকে আহত করে এবং ২০ জনকে ধরে নিয়ে যায়। আমরা এ ঘটনা তীব্র জানাই এবং আটককৃতদের মুক্তি দাবী করছি।

৪ মন্তব্য
  1. Solaiman Mohammad বলেছেন

    যারা বিজয়ের আনন্দে আনন্দিত হয়ে ভোর সকালে রাস্তায় আসে।
    তাদের গ্রেফতার করে পুলিশ কি বুঝাতে চায়?
    বিজয় দিবস কি শুধু লীগের ?
    এ ধরনের গোয়ার্তমি আচরন তরুনদের বিজয় দিবসের বিপরীত শিক্ষা দিবে।
    নিন্দা জানাই।
    নিঃশর্ত মুক্তি চাই

  2. Md Shaha Alam বলেছেন

    ওরা কি আসলে শিবির নাকি পুলিশ বাহবা পাওর জন্য দরা

  3. Mallick Shahinur Rahman বলেছেন

    ai na holay amar desh

  4. Mohammed Nizam Uddin Mozam বলেছেন

    বাবারা, বিজয় র‌্যালি সেটিতো Monopolized? তোমরা আবার কোন দুঃখে- জেলে যাওয়ার মতো আরে একটি বড় বিপদ মাথায় নিতে গেলে?