অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মানবাধিকার কর্মী এডভোকেট শরীফের মায়ের ইন্তেকাল

1
.

মানবাধিকার কর্মী এডভোকেট মোহাম্মদ শরীফ উদ্দিন ও সুপ্রীম কোর্ট বারের সদস্য এডভোকেট জিয়া উদ্দিন রানা এর মাতা আলহাজ্ব খায়েরা খাতুন ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহে….রাজেউন)।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থান তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে খায়েরা খাতুন বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্য রোগে ভোগছিলেন।

তিনি ৫ পুত্র, ১ কন্যা, নাতি নাতনি, আত্মীয় স্বজন সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান।

মরহুমা খায়েরা খাতুন নগরীর দেওয়ানবাজার ওয়ার্ডের ঘাটফরহাদবেগ নিবাসী সরকারী কর্মকর্তা মরহুম শওকত আলীর স্ত্রী। মরহুমার অপর তিন পুত্র যথাক্রমে মোহাম্মদ সেলিম উদ্দিন সোনালী ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা (এজিএম), মোঃ জসীম উদ্দিন বাংলাদেশ পুলিশের এ.এস.পি (র‌্যাব-১৪), ডাঃ মোঃ সালাউদ্দিন সহকারী অধ্যাপক (নিউরোলজী) হিসেবে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। একমাত্র কন্যা সাজেদা বেগম গৃহিণী ।

আজ বাদ এশা স্থানীয় কাজেম আলী স্কুল মাঠে নামাজে জানাজা শেষে মিসকিন শাহ্ মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।

রত্মাগর্ভা মা খায়েরা খাতুন মৃত্যুতে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ এর প্রধান নির্বাহী দেশবরণ্য মানবাধিকার নেত্রী এডভোকেট এলিনা খান, চট্টগ্রাম চ্যাপ্টার সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান, মানবাধিকার আইনজীবীবৃন্দ যথাক্রমে এডভোকেট সুনীল কুমার সরকার, এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, এডভোকেট স্থানীয় আবুল খায়ের, এডভোকেট এইচ.এম জসিম উদ্দিন, এডভোকেট জান্নাতুল নাঈম রুমানা, এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, এডভোকেট প্রদীপ আইচ দীপু, এডভোকেট মোঃ সাইফুদ্দীন খালেদ, এডভোকেট মোহাম্মদ হাসান আলী, মানবাধিকার কর্মী যথাক্রমে মোঃ বদরুল হাসান, হাসান আল বান্না, কাসিফ মাহামুদ শান্তনু চৌধুরী, প্রভাত কুমার দে, মোঃ এমরান প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

১ টি মন্তব্য
  1. Ln M Mahmudur Rahman Shaown বলেছেন

    প্রিয় শরিফ ভাইয়ের শ্রদ্ধেয়া মাকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করুক…. আমীন।।