অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে রাতের আধাঁরে ১০ হাজার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

0

চট্টগ্রামের হাটহাজারীতে পূর্ব শত্রুতার জেরে দশ হাজার আকাশমণি ও গামারি গাছের চারা কেটে পেলেছে দুর্বৃত্তরা। উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিম উদালিয়ার তিনটি টিলা থেকে রাতের অন্ধকারে গাছগুলো কাটা হয় । মানিক মিয়া নামে এক ব্যক্তির রোপণ করা গাছের এসব চারা কাটা অবস্থায় সারি সারি পড়ে আছে ওসব টিলায়।

টিলার মানিক মিয়া জানান, প্রায় চার একর অধিক অনাবাদি টিলায় গত ২ বছর আগে দশ হাজার চারা রোপণ করা হয় । প্রায় আট হাজার আকাশমণি দুই হাজার গামারি গাছ রোপণ করা হয় টিলায়। চারাগুলো রোপণের পর থেকেই স্থানীয় কিছু লোক বেশ কিছুদিন ধরে টিলাগুলো দখল করার চেষ্টা করে।

গত মঙ্গলবার রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে চারা গুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দশ হাজার চারা রোপণে পাচঁ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান তিনি। এই ঘটনায় দোষীদের চিহিৃত করে প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী জানান ক্ষতিগ্রস্ত ব্যাক্তি।