অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাতে মুক্তি পেলেন বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল

0
Br-Rafiq
মুক্তি পাওয়ার পর পরিবারের সদস্য ও আইনজীবিদের সাথে কারা ফটকে ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

জেল গেটে রফিকুল ইসলাম মিয়াকে স্বাগত জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে তার নামে থাকা ২৮ মামলার সবকটিতে জামিন পান ব্যারিস্টার রফিক। সেসব মামলার জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে তাকে মুক্তি দেওয়া হয়। রফিকুল ইসলাম মিয়ার মুক্তির বিষয়টি  নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।