অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাজীব সভাপতি, বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত

5
সাজিব ও বাবু

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচনে চ্যানেল টোয়েন্টিফোরে সিনিয়ার ক্যামেরাপার্সন সভাপতি শফিক আহামদ সাজীব ও নিউজটোয়েন্টিফোরে সিনিয়ার ক্যামেরাপার্সন শামসুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক দ্বিতীয় বারে মত নিবার্চিত হয়েছেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভি চট্টগ্রামে ব্যুরো প্রধান নিবার্চন কমিশনের চেয়ারম্যান মহসিন চৌধুরী ও ইন্ডিপেনডেন্ট টিভি ব্যুরো প্রধান নিবার্চন কমিশনার অনুপম শীল ও চ্যানেল টোয়েন্টিফোরে ক্যামেরাপার্সন টিসিজেত্র সদস্য নির্বাচন কমিশনার সেলিম উল্লাহ তও্বাবধানে গত ২৪ আগষ্ট রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে মিলনায়তনে নিবার্চনটি অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনে নব-নির্বাচিত হলেন-সভাপতি শফিক আহমেদ সাজীব, সহসভাপতি আলী আকবর ও রনি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাবু, সহ সাধারণ সম্পাদক অমিত দাশ, অর্থ সম্পাদক দীপংকর দাশ বাবু সাংগঠনিক সম্পাদক বাবুন পাল, দপ্তর সম্পাদক বাসু দেব প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন গোস্বামী, নিবার্হী সদস্য এমরাউল কায়েস মিঠু, আহাদুল ইসলাম বাবু ও মোঃ হাসান উল্লাহ।

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনে নিবার্চনটি পর্যবেক্ষণ করেন চট্টগ্রাম সিটি কপোর্রেশনে প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনে সাবেক সভাপতি শামসুল হক হায়দরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রথম আলো যুগ্ন সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, চট্টগ্রামে প্রেস ক্লাবে যুগ্ন সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবে অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, চট্টগ্রামে প্রেস ক্লাবের নিবার্হী সদস্য শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবে নিবার্হী সদস্য শহীদ উল আলম, চ্যানেল টোয়েন্টিফোরেন আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনে যুগ্ন সম্পাদক লতিফা আনসারি রুনা, সাবেক যুগ্ন সম্পাদক আরিছ আহমদ শাহ, দেশটিভি ব্যুরো প্রধান আলমগীর সবুজ, জিটিভি ব্যুরো প্রধান অনিন্যে টিটু, আরটিভি ব্যুরো প্রধান সরোয়ার আলম বাবু, মাঙ্গরাঙা টিভি ব্যুরো প্রধান তাজুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়ার রিপোটার ফখরুল ইসলাম, একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার, বাংলাটিভি ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, ডিবিসি নিউজে ব্যুরো প্রধান মাসুদুল হক, রেডিওটুডে ব্যুরো প্রধান সালে নোমান, সময়টিভি পার্থপ্রতিম বিশ্বাস, বিডিনিউজে টোয়েন্টিফোর রিপোর্টার উত্তম কুমার দাশগুপ্ত, ইন্ডিপেনডেন্টটিভি রিপোটার আহাসান রিটন, এটিএনবাংলা সিনিয়ার রিপোর্টার আবুল হাসনাত, দৈনিক সুভাত বাংলাদেশের স্পোটর্স রিপোর্টার এমজে হায়দার, সময়টিভি শফিক ইসলাম, জাতীয় পাটি মহানগরে সাবেক সভাপতি সোলায়মান আলম শেঠ, ছাত্রদলে সভাপতি গাজী সিরাজ উল্লাহ, কবি অভিক ওসমান।

৫ মন্তব্য
  1. Absar Uddin বলেছেন

    শিরোনামে কীসের নির্বাচন তা উল্লেখ করা প্রয়োজন

    1. Saiful Islam Shilpi বলেছেন

      নিউজে গেলে উপরে আরেকটা শিরোনাম পাবেন..

    2. Absar Uddin বলেছেন

      না তো!

  2. Mohammad Iqbal Khalil বলেছেন

    congratulation