অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মেজবানের বদলে চারা বিতরণ করলেন সাংসদ বাদল

2
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ গরুর মেজবান না দিয়ে ৫ লাখ টাকার ভিয়েতনামের উন্নত জাতের খাটো প্রজাতির ওপি নারিকেল চারা বিনামূল্যে বিতরণ করেন সাংসদ মঈন উদ্দীন খান বাদল।

আজ ২৫ আগস্ট শুক্রবার সকাল ১১টায় বোয়ালখালী উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সভায় এ নারিকেল চারা বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে চট্টগ্রাম ৮ আসনের সাংসদ বাদল বলেন, ৫ লাখ টাকা দিয়ে ৫ গরুর মেজবান দিতে পারতাম। মানুষ খেয়ে চলে যেত। ৫শ টাকা মূল্যমানের এ চারা রোপনের মধ্যে দিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতার পাশাপাশি দেশকে সবুজে পরিণত করতে পারবে।

নারিকেল চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আফিয়া আখতারের সভাপতিত্বে উপ-সহকারি কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউল হক, ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার শেফু, আওয়ামীলীগ নেতা নুরুল আলম, রেজাউল করিম বাবুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দীন চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছৈয়দুল আলম, উপজেলা সভাপতি মনির উদ্দীন খান, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, জেলা মৎস্য অফিসার মমিনুল হক ও উপজেলা মৎস্য অফিসার আতিকুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু জাফর মঈন উদ্দিন।

সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি চারা ৫শ টাকা করে ৫ লাখ টাকার এ চারা বিনামূল্যে বিতরণ করা হয়। চারা নিতে আসা সারোয়াতলীর রহমান হেসে জানান, ‘সারা বছর দল করে যদি একটি নারিকেল চারাও না পাই তা কি কেমনে হয়।’

২ মন্তব্য
  1. Alim Uddin বলেছেন

    শিক্ষাংগন কে সন্ত্রাস মুক্ত করে জাতী আরো উপকৃত হত।

  2. Kayum Abdullah Al বলেছেন

    বাম দলেরতো,টাকা বাচানোর
    হিসেব বুঝেন,তাই এইব্যবশ্তা