অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাহজালালে আরো ১৯টি আগ্নেয়াস্ত্র আটক

0
.

ঢাকা শাহজালাল বিমান বন্দরে ১৯টি আমদানি নিষিদ্ধ পিস্তল আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে অস্ত্রের চালানটি আটক করা হয়। এর পূর্বে গত ৯ জুলাই ২টি পিস্তল আটক হয়েছিল।

এই সব অস্ত্রের আমদানিকারক মেসার্স ইমরান আর্মস এন্ড কোম্পানি বলে নিশ্চিত করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। তারা হানান,  এক চালানে ইতালি থেকে মোট ৫৮টি অস্ত্র নিয়ে আসে এই আমদানিকারক।

.

আমদানি নীতি আদেশ অনুযায়ী পুরানো ও অকার্যকর অস্ত্র আনার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। আটকের পর বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞগণ আজকের অস্ত্র পরীক্ষার সময় উপস্থিত ছিলেন।
অস্ত্র পরীক্ষায় দেখা যায় ১৯টি অস্ত্র পুরানো ও ফ্যাব্রিকেটেড। একইসাথে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন।

এই অনিয়মের কারণে শুল্ক আইনের বিধান অনুসারে আজকেরসহ মোট ২১টি অস্ত্র আটক হলো। এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি এবং বাকি ৫টি এইচকেফোর ব্র্যান্ডের।

এবিষয়ে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে তদন্ত করা হবে।