অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এবার একুশে টিভি থেকেও চাকুরী হারালেন ফারহানা নিশো

21
.

সংবাদ উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা শবনম নিশোকে বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চ্যানেলটির অনুষ্ঠান প্রধানের দায়িত্বে ছিলেন।

সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের আদেশক্রমে বুধবার ফারহানা শবনম নিশোকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। চ্যানেলটির মানবসম্পদ প্রধান মো. আতিকুর রহমান এই অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন।

ফারহানা শবনম নিশো একজন সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে। পরবর্তীতে তিনি বন্ধ হয়ে যাওয়া ‘চ্যানেল ওয়ান’-এ অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

.

চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেলে তিনি বৈশাখীতে যোগ দেন এজিএম বিজনেস ডেভলপমেন্ট ও সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে। অবশ্য এর আগে তিনি গ্রামীণফোন, ওয়ারিদের মতো করপোরেটবান্ধব প্রতিষ্ঠানগুলোতেও কাজ করেছেন। বৈশাখী টিভির হেড অব করপোরেট অ্যাফেয়ার্সে দায়িত্বরত থাকাকালে ফারহানা শবনম নিশোকে অব্যাহতি দেওয়া হয়। এরপর যমুনা টিভিতে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

সম্প্রতি বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামির সাথে নিশোর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে টিভি চ্যানেলটির সিইও এবং প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোনও মন্তব্য নেই। যিনি (মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমান) ঐ বিজ্ঞপ্তি স্বাক্ষর করেছেন, তাকেই জিজ্ঞেস করুন।’

একুশে টেলিভিশনের মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দেখুন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এখানে অনেকেই আসবেন, অনেকেই চলে যাবেন- এটাই তো স্বাভাবিক। ফলে এই বিষয়টি আলাদা করে বাইরে শেয়ার করার কারণ নেই।’

২১ মন্তব্য
  1. Sahed Alam বলেছেন

    Ki karo ne ?

  2. Shafiul Azam বলেছেন

    good

  3. M Nurul Huda বলেছেন

    রুপ বেচে বেশিদিন খাওয়া যায়না

  4. Paathok.News বলেছেন

    আপন জুয়েলার্স..!!!!

  5. AK Azad বলেছেন

    কিছু বারতি রোজগার করা আর কি

  6. Shamsul Huda Mintu বলেছেন

    আপনের কত আপন ছিলেন নিশো?? বড্ড জানতে ইচ্ছে করে!!!

  7. Mohammed Kurshed বলেছেন

    কর্মের ফল ভোগ করা লাগবে

  8. Ashraf Uddin Mintu বলেছেন

    এত কিছুর পরও আপন জুয়েলারির আপন হতে পারলিনা মিশু.

  9. Nurul Islam বলেছেন

    সু খবর

  10. Ariyan Miazi বলেছেন

    Ho ho ho.

  11. Jamel Uddin বলেছেন

    এদের ভয় নাই বুলবুল সাহেব রা ছাতা হয়ে থাকবে সব সময়, বৈশাখী থেকে একুশে টিভি।

  12. Iqbal Hossain Manik বলেছেন

    কিন্তু ধর্ষকের কি হল?

  13. Iqbal Hossain Manik বলেছেন

    তাহলে এদের কি হবে?

  14. Md Yousuf Yousuf বলেছেন

    কেন ভলবেন কি

  15. Mohsana Uddin বলেছেন

    Ki karona

  16. Mohammad Lokman Titu বলেছেন

    ভালো হয়েছে,,,অনেক ভালো,,,

  17. Ali Akkas বলেছেন

    যেমন কর্ম,তেমন ফল,,,,

  18. Manzurul Ahsan Babul বলেছেন

    নিশো আবার কি ঘটাল?

  19. এম ইউসুফ বলেছেন

    কেনো! কি অপরাধে!!

  20. Monowar Sagar বলেছেন

    কার পাপে কাকে ছুঁয়ে গেল!