অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সিলেটে ২ জঙ্গি নিহত, ভেতরে আছে আরও জঙ্গি: অভিযান অব্যাহত

0
.

সিলেট মহানগরীর শিববাড়িতে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে। এখনো ভেতরে অনেক জঙ্গি আছে। রবিবার বিকেল সাড়ে ৫টায় ব্রিফিং করে জানিয়েছে সেনাবাহিনী।

সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান পাঠানপাড়া জামে মসজিদের কাছে ব্রিফিংয়ে বলেন, “ভেতরে যারা আছে তারা খুব ট্রেনিং প্রাপ্ত। আমাদের দিকে একাধিক গ্রেনেড চার্জ করেছে। আমরা একটা গ্রেনেড ছুঁড়ে দিয়েছিলাম তারা সেটি ধরে আবার ব্যাক করেছে।”

.

তিনি বলেন, ” আমরা রকেট লাঞ্চার নিয়ে এসেছি, টিয়ার শেল মারার পর তারা ছুটোছুটি শুরু করে। ভেতরে অন্তত দুজন পুরুষের লাশ পড়ে থাকতে দেখছি। তবে আরও একাধিক জঙ্গি ভেতরেই আছে।”

“যে দুজন জঙ্গির গুলি লেগেছে তারা নিজেরাই সুইসাইড বেল্ট পরে সুইসাইড করেছে।” যোগ করেন তিনি।

অভিযান কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, “অভিযান কখন শেষ করা যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

.

উল্লেথ্য শুক্রবার ভোর রাত সাড়ে ৩টা থেকে আতিয়া মহল জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা অপারেশন ‘টুয়ালাইট’ নামে ওই অভিযান চালালেও বাইরে তাদের সহায়তায় আছে সোয়াত। এছাড়া রয়েছে পুলিশ, র‌্যাব, এসবি, ডিবি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, শনিবার সন্ধ্যায় জঙ্গি আস্তানার কাছেই বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া র‌্যাব ও পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অতন্ত ৩০ জন।

শনিবার অভিযান শুরু করেন প্যারা-কমান্ডোরা। অভিযানে আতিয়া মহলে আটকা পড়া ৭৮ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়। তবে আতিয়া মহলের নিচতলার ফ্ল্যাটে থাকা জঙ্গিদের ধরা সম্ভব হয়নি।

পরে সন্ধ্যায় জঙ্গি আস্তানার অদূরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখনো পর্যন্ত দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হয়েছেন।