অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

1
নিহত ইয়াছিন। চমেক হাসপাতালে তার লাশের পাশে সহকর্মীদের আহাজারী।

চট্টগ্রাম মহানগরীর রেয়াজুদ্দিন বাজারের আমতল এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রলীগ এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। কয়েকজন আহত হয়েছে। আজ শনিবার বিকাল ৩টার দিকে অধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়েছে।

নিহত ছাত্রলীগ কর্মীর নাম ইয়াছিন আরফাত তাওরাত (২৬) চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি সাতকানিয়া উপজেলায়।

সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্তি হারুনুর রশিদ নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। তিনিও একই কলেজের বিএসএস পাশ কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্র।

চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এ সংর্ঘষ হয়েছে বলে জানান কোতোয়ালী থানা পুলিশ।

চমেক হাসপাতালে ইয়াছিনের লাশ দেখে আহাজারী করছেন স্বজনরা।

প্রতক্ষ্যদর্শী ব্যবসায়ি মোজাম্মেল পাঠক ডট নিউজকে জানান,  রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটের পাশে সফিনা হোটেল গলিতে ছাত্রলীগের আহাদ পক্ষের সঙ্গে ইয়াসিন পক্ষের সংঘর্ষ হয়। প্রথমে কথা কাটাকাটি পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে আহাদ পক্ষের ছেলেরা ইয়াসিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, ছাত্রলীগের নিজেদের মধ্যে অভ্যন্তরীন বিরোধ নিয়ে মারামারিতে এক কর্মী নিহত ও ৩/৪ জন আহত হয়েছে শুনেছি। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন আছে তাকে আটকের সিদ্ধান্ত পরে জানাতে পারবো।

ইয়াছিন আরফাত তাওরাত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে ছুরিকাঘাতে আহত ইয়াছিন আরফাত নামে এক ছাত্রলীগ কর্মীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

ইয়াছিন সিটি কলেজ ছাত্রলীগ কর্মী বলে দাবী করেছেন তাকে নিয়ে আসা যুবকরা।

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ বলেন, নিহত ইয়াসিন ও আহত হারুন সিটি কলেজ ছাত্রলীগের কর্মী। আহাদের অনুসারী ছিলেন দুজনই। দুজনের দ্বন্দ্ব থেকে সংঘর্ষ নাকি অন্য কিছু, তা এখনই বলতে পারছি না।

১ টি মন্তব্য
  1. মোঃ খোরশেদ আলম বলেছেন

    কুত্তাকে কুত্তায় মেরেছে।