অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘আগামী নির্বাচন কেমন হবে তার মহড়া দেখা গেল সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে’- শামীম

0
.

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে দেশে চরম আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। গণতন্ত্র ও ভোটাধিকার আজ নির্বাসিত। গত সংসদ নির্বাচনে সরকার নির্বাচিত হয়েছে ভোটারদের ভোট ছাড়াই। দিনের ভোট আগের রাতেই হয়ে গেছে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনেও একই দৃশ্য দেখা গেল। সুপ্রিম কোর্টে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মহড়া হয়ে গেল। আগামী জাতীয় নির্বাচন কেমন হবে সেটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন থেকেই অনুমেয়। জনসমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে হলে তো আইন কানুন মেনে চলা সম্ভব নয়। তাই আওয়ামীলীগকে দুর্নীতির শক্তির ওপর নির্ভর করতে হচ্ছে।

তিনি এই অবৈধ সরকারের পতন আন্দোলনে কৃষক দলকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বুধবার (২২ মার্চ) বিকালে দোস্ত বিল্ডিংস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে আগামী ৭ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কৃষকদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে এসরকার ব্যর্থ হয়েছে। দেশ আজ খুনি লুটেরাদের স্বর্গভূমিতে পরিণত হয়েছে। মানুষের জীবন বিপন্ন। মানবাধিকার ভুলুন্ঠিত। ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। ভিন্নমতের লোকদের ধরে নিয়ে গায়েব করে দেয়া হচ্ছে। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। এসরকার দেশকে বসবাসে অযোগ্য করে ফেলেছে। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে।

কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটর আহবায়ক আ ন ম খলিলুর রহমান (ভিপি ইব্রাহীম) এর সভাপতিত্বে ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. রবিউল হাসান পলাশের পরিচালনায় উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মিন্টু সওদাগর, সহ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুল, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম বিপ্লব, চট্টগ্রাম মহানগর কৃষকদলের আহ্বায়ক মো. আলমগীর, সদস্য সচিব কামাল পাশা নিজামী, ১নং সদস্য মো. আজম, যুগ্ম আহ্বায়ক নাজিমুল হক নাজুসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।