অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘স্যার’ ডাকতে বাধ্য করায় রংপুরের ডিসির কার্যালয়ের সামনে ‍বিশ্ববিদ্যালয় শিক্ষকের অবস্থান কর্মসূচি

0
.

রংপুরের জেলা প্রশাসককে ‘স্যার’ ডাকতে বাধ্য করায় অবস্থান কর্মসূচিতে পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাউন্টস এন্ড ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক।

বুধবার ২২ মার্চ রাত ৮টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাতে প্লাকার্ড নিয়ে বসেন তিনি। অবস্থান কর্মসূচিতে হাতে নিয়ে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে- রংপুরের জেলা প্রশাসক ‘স্যার’ ডাকতে বাধ্য করায় অবস্থান কর্মসূচি।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিশ্চিত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। এ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। এঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

এদিকে, ‘স্যার নয় আপা ডাকলেই চলবে’ রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের এমন বক্তব্যের পর রাত সাড়ে ৯ টার দিকে আন্দোলন সমাপ্ত করে ক্যাম্পাসে ফেরেন শিক্ষক উমর ফারুক ও আন্দোলনকারী শিক্ষার্থীরা।